সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ গৃহবধূর প্রেমের টানে পূর্ব বর্ধমান থেকে ডায়মন্ড হারবারে পাড়ি যুবকের। কিন্তু তাসত্ত্বেও পূর্ণতা পেলনা প্রেম। যার কারণে নিরাশ হয়ে আত্মহত্যার মত ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন ওই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রামে। মৃত যুবকের নাম ইয়ার মহম্মদ মল্লিক।
{link}
জানা যায়, ওই যুবক পূর্ব বর্ধমানের বাসিন্দা। ৮ মাস আগে কেরলে কাজে যাওয়ার পথে তার সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। আলাপের পর নিজেদের ফোন নম্বর আদান-প্রদান করেন তারা। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠতা বাড়ে। যুবকের পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ নিজের দুরবস্থার কথা জানিয়ে একাধিকবার যুবকের থেকে নগদ অর্থ নিয়েছিলেন। যুবককে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তার পরিবারের লোকজনের দাবি, শনিবার সকালে কেরলে যাওয়ার উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশের কাছ থেকে তারা জানতে পারেন, ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চ গ্রামে তাদের ছেলে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সূত্রের খবর, শনিবার পঞ্চগ্রাম এলাকায় তিনি রাস্তার উপরেই বিষ খেয়ে নেন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ওই যুবকের মৃত্যু হয়।
{link}
রবিবার মর্গে গিয়ে ওই যুবকের দেহ শনাক্ত করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় ওই গৃহবধূর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। পুলিশের প্রাথমিক অনুমান, শনিবার ওই যুবক অভিযুক্ত গৃহবধুর সঙ্গে দেখা করতে যান। দেখা না হওয়াতে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
{ads}