header banner

সলপে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাইকের নিয়ন্ত্রন হারিয়ে মৃত এক  দম্পতি

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বাইকের নিয়ন্ত্রন হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত এক  দম্পতি। মৃতদের নাম প্রসেনজিৎ সিং  ও তনুশ্রী সিং।জানা গিয়েছে, ওই দম্পতি পাকুরিয়া এলাকার বাসিন্দা।শনিবার রাতে ঘটনাটি  ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত সলপ এলাকায়। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ইছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গেছিলেন ওই দম্পতি। সেইখান থেকেই বাড়ি ফিরছিলেন তারা।তখনই সলপ ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের গার্ড ওয়ালে ধাক্কা মারে বাইকটি।তৎক্ষণাৎ ব্রিজ থেকে প্রায় তিরিশ ফুট নিচে পড়ে যায় বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সদ্য বিবাহিত ওই দম্পতির অকাল প্রয়ানে শোকাহত তাদের গোটা পরিবার সহ আত্মীয় স্বজন।   

{link}

রাজ্যে ট্রাফিক আইন নিয়ে এত কড়াকড়ি ব্যাবস্থা থাকা সত্ত্বেও দুর্ঘটনা বেড়েই চলেছে।তবে পুলিশের প্রাথমিক অনুমান, বাইকের গতি বেশি থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।বর্তমানে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ। 

{ads}

News Road accident Accindental news Salop Domjur police station Howrah West Bengal India সংবাদ হাওড়া

Last Updated :