header banner

জমি কিনে প্রতারিত, টাকা ফেরত চাইতেই মারধরের অভিযোগ জমি বিক্রেতার বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: জমি কিনে প্রতারিত হওয়ার পর টাকা ফেরত চাইলে এক ব্যাক্তির দুহাত এবং পা ভেঙে দিলেন জমি বিক্রেতা। ঘটনাটি ঘটেছে উত্তর বারাকপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পোল্টা  কল্যাণগড় এলাকায়। আহত ওই ব্যাক্তির নাম শংকর মন্ডল। জানা যায়, এলাকার কিছু দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে দুট হাত এবং পা ভেঙে দেয়।

{link}

ঘটনার সূত্রপাত ২০২১ সালে ১১ই ফেব্রুয়ারির দিন। ওই দিন শংকর বাবু সুব্রত কুমার দে নামে এলাকার একজন জমি বিক্রেতার কাছ থেকে ২২ লক্ষ টাকা দিয়ে ২ কাঠা ৪ ছটাক জমি কেনেন তার স্ত্রীর নামে। সেই জমিতে তিনি যখন প্রাচীর তুলতে যান তখন তিনি জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তাঁর অভিযোগ, অন্য একজনের জমি দেখিয়ে কাগজপত্র নকল করে তার কাছে জমিটি বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর যিনি জমি বিক্রি করেছিলেন তার কাছে টাকা ফেরত চাইলে তিনি ফেরত দেয়নি। দীর্ঘদিন ঘোরাবার পর অবশেষে সোমবার তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা বলে পলতায় বাদামতলা মোড়ের কাছে ডেকে পাঠান সুব্রত দে। সেইমত শংকর বাবু বাদামতলা গেলেই তাকে সুব্রত দের পাঠানো কয়েকজন লোক ঘিরে ধরেন। অভিযোগ তাঁরাই শংকর বাবুকে বেধড়ক মারধর করেন। সুব্রত বাবুর গুন্ডারা তাঁকে মারধর করে তাঁর দুই হাতের হাড় ও পা ভেঙে দেয়। মাথায় ও চোখেও গুরুতর আঘাত লাগে।

{link}

এরপরেই তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার কথা জানিয়ে নোয়াপাড়া থানায় একটি এফআইআর করেন শংকর বাবু। কিন্তু পুলিশ এখনও কোনো রকম ব্যবস্থা নেয়নি বলেই জানিয়েছেন তিনি। তাই আপাতত আশঙ্কায় দিন কাটাচ্ছেন শংকর বাবু ও তার পরিবার। তবে এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেন জমি বিক্রেতা। তিনি বলেন, তিনি তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন ঠিকই কিন্তু তিনি এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নন। এটি অন্য কোন ঘটনা যার সঙ্গে তাঁকে জুড়ে দেওয়া হয়েছে।

{ads}
 

News Kalyannagar Ward no 9 North Barrackpore Municipality North 24 pargana West Bengal India ব্যারাকপুর উত্তর ২৫ পরগনা সংবাদ

Last Updated :