header banner

লরিও সাঁতার কাটে পশ্চিমবঙ্গে?

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ ব্রেক ফেল হয়ে বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে পড়ল ভাগীরথী নদীতে। চোখের সামনে লরিটি তলিয়ে গেল নদীর জলে। এরপর ফেরি ঘাটের কর্মীদের তৎপরতায় জল থেকে উদ্ধার করলে প্রাণে বাঁচে চালক ও খালাসী। এমনই রোমহর্ষক ঘটনা ধরা পড়লো পূর্ব বর্ধমান জেলার কালনার ঘাটের সিসিটিভি ক্যামেরায়।

{link}

স্থানীয় সূত্রের খবর, এই ঘটনার পর সাময়িক সময়ের জন্যে বন্ধ হয়ে যায় নদী পারাপার। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। চালক শাহবার হোসেন মন্ডল ,ও খালাসীকে পুলিশ আটক করে নিয়ে যায়। জানা যায়, ভাগীরথী নদী পেরোনোর জন্য কালনা ঘাটে পারাপারের জন্যে আসে বালি বোঝাই লরিটি। এরপর লরিটি ভেসেলে তুলতে গেলে ব্রেকফেল হয়ে হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে প্রায় ত্রিশ ফুট নিচে তলিয়ে যায়।

{link} 

জলের নিচে প্রায় কয়েক মিনিট থাকার পর দরজা খুলে বেরিয়ে আসেন চালক ও খালাসী। এরপর ওই ঘাটের কর্মীদের সাহায্যে তারা জলের ওপরে ওঠে। পরে পুলিশ এবং খেয়াঘাটের কর্মীদের সাহায্যে ভেসেলটিকেও উদ্ধার করা হয়।

{ads}
 

News After the brakes failed a loaded lorry with sand fell into the Bhagirathi river Kalna ghat East Burdwan West Bengal India পূর্ব বর্ধমান সংবাদ

Last Updated :