সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা: আগামী রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে উদ্বোধন করবেন দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজো মণ্ডপ। আপাতত এমনটাই কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরেই মন্ডপের কর্মীরা নাওয়া খাওয়া ভুলে এখন ব্যস্ত পূজো মন্ডপ তৈরিতে। প্রস্তুতি জোরকদমে জয়নগরের সরবেড়িয়া পল্লীসমাজ সেবা সমিতিরও। প্রতিবছরের মতনই এ বছরও চোখ ধাঁধানো ভাবনা নিয়ে হাজির হয়েছে এই মন্ডপ।
{link}
এবছর জয়নগর সরবেড়িয়া পল্লী সমাজ সেবা সমিতি দুর্গাপুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করেছে। এ বছরের উদ্যোক্তাদের ভাবনা হল শরণং গচ্ছামি। একমাস আগে থেকেই ভাবনা নিয়ে মন্ডপ তৈরি করার কাজ শুরু করে দিয়েছিল পূজো উদ্যোক্তারা। কিন্তু বৃষ্টির কারণে মন্ডপ নির্মাণের কাজ কিছুটা হলেও থমকে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করবেন একথা শোনার পর জোর কদমে চলছে শেষ বেলার প্রস্তুতির কাজ। নাওয়া খাওয়া ভুলে এখন পুজো মণ্ডপ সম্পূর্ণ করতে মরিয়া পূজো উদ্যোক্তা থেকে কর্মীরা। শরণং গচ্ছামি অর্থাৎ শান্তির খোঁজে বুদ্ধের স্মরণে। এই ভাবনার মধ্য দিয়ে তারা জানাতে চাইছেন, পৃথিবীতে যে অশান্ত করোনা কাল চলেছে বা চলছে সেইসব মিলিয়ে শান্তির স্মরণে বুদ্ধের খোঁজ। মন্ডপ তৈরি হচ্ছে বাঁশ, কাঠ, প্লাই, কাপড় রং এবং আরও বিভিন্ন সামগ্রী দিয়ে। দক্ষিণ বারাসাতের এক শিল্পীর হাতে ফুটে উঠছে পূজা মন্ডপটি। এছাড়াও বিভিন্ন অত্যাধুনিক কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পূজো মণ্ডপ।
{link}
নজর কাড়া পূজা মন্ডপের সাথে রয়েছে মানানসই আলোক সজ্জা। প্রতিমার মৃন্ময়ী রূপ সোভা বাড়াবে মন্ডপের। পুজো উদ্যোক্তা জানান, হাতে সময় খুবই অল্প রয়েছে। তাই নাওয়া খাওয়া ভুলে এখন ব্যস্ত পূজো মন্ডপ তৈরিতে। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে মহালয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে নিজে হাতে তাদের পুজো উদ্বোধন করবেন। প্রতিবছর তারা নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয় মানুষের কাছে। তারা আশা করছে এ বছর দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি কলকাতার বহু দর্শনার্থীরা ভিড় করবে এই জয়নগরের পূজা মন্ডপে।
{ads}