নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ আবারও ভাটপাড়া থেকে উদ্ধার হলো তাজা বোমা। রবিবার ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর গলির ঝোপ থেকে উদ্ধার হয় ১৫ টি তাজা বোমা। সেই বোমা উদ্ধার হওয়ার পর থেকেই সেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা ভাটপাড়া এলাকায়।
{link}
সূত্রের খবর, রবিবার দুপুরে ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর গলিতে বোমা বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয়রা খবর দেন ভাটপাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। তারা এসে ওই জায়গা থেকেই আরও ১৫টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। সোমবার দুপুরে ঘটনাস্থলে আসে বোম স্কোয়াডের টিম। তারা এসে তল্লাশি চালিয়ে দেখেন ওই এলাকায় আরও বোমা লোকানো রয়েছে কিনা। এরপর তারা উদ্ধার হওয়া তাজা বোমা গুলিকে নিষ্ক্রিয় করে নিজেদের সঙ্গে নিয়ে যায়। রবিবার বোমা উদ্ধার হওয়ার পর থেকেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
{link}
এর আগেও ভাটপাড়ায় বোমা বিস্ফোরণ হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫০ টিরও বেশী বোমা। ফের বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত ভাটপাড়া এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হল এই যে, বোমগুলি কোথা থেকে এল ওই এলাকায়? আর কারাই বা এই ঘটনার সাথে জড়িত? পুরো ঘটনাটি খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
{ads}