header banner

ফের নদীয়ায় গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ গভীর রাতে গৃহস্থ বাড়ির ভেতর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ।রবিবার রাতে ঘটনাটি  ঘটেছে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দির তলা সংলগ্ন এলাকায়।সাপটিকে দেখামাত্রই  খবর দেওয়া হয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় অনুপম সাহা। তিনি এসে সাপটি উদ্ধার করেন। ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।  

{link}

বিষধর কালাচ সাপ ঘরের ভিতরে ঢুকে যাওয়াতে আতঙ্কিত গোটা পরিবার। বাড়ির ভেতর থেকে সাপ উদ্ধারের ঘটনা চাউর হতেই প্রচুর মানুষ জমায়েত করে ওই বাড়ির সামনে। পরিবারের লোকজনই খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ওই বাড়িতে গিয়ে বিষধর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন অনুপম সাহা। আপাতত সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি এও বলেন যে, কালাচ সাপ সাধারনত রাতের বেলাতেই দেখতে পাওয়া যায়। সাবধানতা ও সচেতনতাই হল কালাচ সাপ থেকে বাঁচার একমাত্র উপায়।

{link}

বর্ষার আগমনের সাথেসাথেই শুরু হয়েছে সাপের আনাগোনা।একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারন। তাই এই বিষধর সাপের হাত থেকে বাঁচতে মানুষকে আরও সাবধান ও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা।এখন মানুষ কতটা সচেতন হয় সেটাই দেখার বিষয়।

{ads}

News Again poisonous kalach snake rescued Jagannath temple Shantipur ward 16 Nadia West Bengal India নদীয়া শান্তিপুর সংবাদ

Last Updated :