নিজস্ব সংবাদদাতা, নদীয়া: আবারও নদীয়ার শান্তিপুর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শান্তিপুর নোয়াখালী পাড়া এলাকায়। সাপটিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় অনুপম সাহা। তিনি এসে সাপটি উদ্ধার করেন। ঘটনাটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
[link}
মঙ্গলবার একটি বাড়ির উঠোনে প্রমাণ সাইজের বিষধর কালাচ সাপ ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত গোটা পরিবার। আতঙ্কে অন্যত্র আশ্রয় নেয় পরিবারের সদস্যরা। এরপর তারা খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর প্রমাণ সাইজের কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন তিনি। উদ্ধার করার পরে অনুপমা সাহা জানান, তিনি বিষধর সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেবেন। তিনি এও বলেন যে, কালাচ সাপ সাধারনত রাতের বেলাতেই দেখতে পাওয়া যায়। এই সাপ সাধারণত পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে। সাবধানতা ও সচেতনতাই হল কালাচ সাপ থেকে বাঁচার একমাত্র উপায়।
{link}
বর্ষার আগমন হতে না হতেই শুরু হয়েছে সাপের আনাগোনা। মূলত এই সময়ে নদীয়া ছাড়াও বিভিন্ন জেলায় কালাচ সাপের উৎপাত বেড়ে যায়। একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারন। তাই এই বিষধর সাপের হাত থেকে বাঁচতে মানুষকে আরও সাবধান ও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা।
{ads}