header banner

গভীর রাতে হাওড়া ব্রিজের মাথায় যুবক, নামাতে হিমসিম দমকল কর্মীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ গভীর রাতে ফের হাওড়া ব্রিজের উপরে উঠে গেল এক যুবক।কর্মরত পুলিশ অধিকারীরা দেখতে পেয়ে দমকলকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা এসে হাওড়া ব্রিজের উপর থেকে যুবকটিকে নীচে নামিয়ে আনেন।ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।  

{link}

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এক যুবক হাওড়া ব্রিজের মাথায় উঠে যান। কর্মরত পুলিশ অধিকারীরা প্রথমে তাকে দেখতে পান।এরপর তারা তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনীকে। খবর পেয়ে হাওড়া দমকল অফিসার তপন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়।তারা দীর্ঘ সময় চেষ্টার পর রাত  ১:৩০ নাগাদ ছেলেটিকে হাওড়া ব্রিজের উপর থেকে নামিয়ে আনেন। এরপর ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম, ঠিকানা জানা যায়।ছেলেটির নাম মহম্মদ সোহেল, তিনি ঝাড়খণ্ডের  রাঁচির বাসিন্দা।জানা গিয়েছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন।ছেলেটিকে উদ্ধার করার পর পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছে।ইতিমধ্যেই পুলিশ ছেলেটির পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।তার পরিবারের লোকজনদের খোঁজ মিললেই পুলিশ তাকে তার পরিবারের হাতে তুলে দেবে বলে পুলিশ সূত্রের খবর।

{link}

গত দশ বছরেরও বেশী সময় ধরে হাওড়া ব্রিজের উপরে উঠে পড়েছে বহু মানসিক ভারসাম্যহীন ও অবসাদগ্রস্ত যুবক।তাদের নীচে নামানোর জন্য রীতিমত হিমসিমও খেতে হয়েছে পুলিশ ও দমকল বাহিনীদের।এখন প্রশ্ন উঠছে এই যে, পুলিশ ও সিসিটিভির নজর এড়িয়ে কি করে একটা যুবক ব্রিজের উপর উঠে যেতে পারে? তবে হাওড়া ব্রিজের উপর পুলিশের নজরদারি কি আদৌ থাকে?

{ads}

News Howrah bridge Howrah West Bengal India হাওড়া সংবাদ

Last Updated :