header banner

Corruption-পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়লো বাঁকুড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: এসএসসি নিয়োগে দুর্নীতি, বালি পাচার, গরু পাচারের অভিযোগে শাসক দলের তাবড় তাবড় নেতারা যেখানে জর্জরিত, ঠিক তখনই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে তা তদন্তের দাবিতে পোষ্টার পড়লো বাঁকুড়ার বড়জোড়ার গদারডিহি গ্রাম পঞ্চায়েতের বাঁধকানা মোড়ে। রাস্তার মোড়ে মোড়ে সাদা কাগজের ওপর লাল কালিতে লিখে ল্যাম্প পোস্ট ও বিভিন্ন বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয় এই পোস্টার। 

{link}

সাদা কাগজের উপর সাধারণ জনগণের তরফে ঐ পোষ্টারে লেখা হয়েছে, 'গদারডিহি অঞ্চলের মানুষের লক্ষ লক্ষ টাকা চুরি করেছেন। বাগান চুরি, পুকুর চুরি, গরীবের টাকা চুরি করা প্রধানের বিরুদ্ধে তদন্ত হোক'। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সাধারণ জনগণের নামে এই পোষ্টার লাগিয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয় গ্রামবাসীদের কাছে। তবে প্রধানের বিরুদ্ধে পোষ্টার লাগানোর বিষয়টিতে সমর্থন রয়েছে স্থানীয়দের একাংশের। স্থানীয় এক মহিলা বলেন, আরো পোষ্টার পড়ুক। তারা কাজ পায়না। আবার অনেক সময় কাজ করেও কপালে বেতন মেলেনা। চুরির অভিযোগ তুলে তিনি নিজেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।

{link}

যদিও ওই এলাকার পঞ্চায়েত প্রধান ময়না রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বদনাম করার জন্য রাতের অন্ধকারে বিজেপি এই সব পোষ্টার দিচ্ছে। সাহস থাকলে পঞ্চায়েত অফিসে এসে অভিযোগ জানানোর কথা বলেন তিনি। বড়জোড়া বিজেপির মণ্ডল-২ সভাপতি গৌতম মণ্ডলের অভিযোগ, তৃণমূলের উপর থেকে নিচতলার সব নেতাই চোর। এই এলাকাও তার ব্যতিক্রম নয়। বিজেপির কর্মীরা রাতের অন্ধকারে পোষ্টার দেয়না। মানুষ আজ সব বুঝেছে। তারা শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে আছেন বলেই তিনি জানান।

{ads}
 

News Politics BJP TMC Panchayat Pradhan Corruption Godardihi Bankura West Bengal India দুর্নীতি পঞ্চায়েত প্রধান বাঁকুড়া সংবাদ

Last Updated :