header banner

ভাঙরে জোর করে জমি দখলের অভিযোগ, অভিযোগ পেয়েও নিশ্চুপ প্রশাসন

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ বেসরকারি এক কোম্পানির বিরুদ্ধে জোর করে কৃষকদের চাষযোগ্য জমি দখলের অভিযোগ। যার কারণে ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। তাই জমির উপরে দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় কৃষকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কেএলসি থানার পাইকান গ্রামে।

{link} 

স্থানীয় কৃষকদের অভিযোগ, কেএলসি থানা এলাকার পাইকান গ্রামে কৃষকদের না জানিয়ে তাদের জমিতে জোর করে মাটি ফেলা ও জমি দখল করা হয়। তাদের অভিযোগের তীর স্বপ্নভূমি কোম্পানির বিরুদ্ধে। আর এই কাজে ওই কোম্পানিকে সাহায্য করছে এলাকার কিছু জমি দালালরা এমনটাই অভিযোগ তাদের। তাদের আরও অভিযোগ, এর প্রতিবাদ করলেই তাদের মারধর করার হুমকি দিচ্ছে স্থানীয় দালালরা। এ বিষয়ে এক কৃষক জানান, স্থানীয় কিছু দালাল এবং স্বপ্নভূমি কোম্পানির লোকেরা জোর করে জমি ছিনিয়ে নিচ্ছে। এই জমি তাদের একমাত্র সম্বল। জমিতে কৃষি কাজ না করলে পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে।

{link}

ওই কৃষকদের আরও অভিযোগ, এ বিষয়ে বারেবারে প্রশাসনের কাছে আবেদন করেছেন তারা। কিন্তু তাসত্ত্বেও মেলেনি কোন সমাধান। বলপূর্বক জমি কেড়ে নেওয়ায় ক্ষোভে ফুঁসছে প্রতিটি কৃষক পরিবার। তাদের দাবি, কোনমতেই তারা নিজেদের জমি দেবে না। কিন্তু প্রশ্ন হল, প্রশাসন এ বিষয়ে কেন কোন পদক্ষেপ নিচ্ছে না? এখনও পর্যন্ত এই প্রশ্নের মেলেনি তার সদুত্তর।

{ads} 
 

News Allegation of forcible of cultivable land by farmers against a private company Farmers protest Paikan village Bhangar KLC South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সং

Last Updated :