header banner

পুলিশের পরিচয় দিয়ে আন্দুল রোডে মহিলার গহনা ছিনতাই, পলাতক দুষ্কৃতীর দল

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ পুলিশের পরিচয় দিয়ে দিনেদুপুরে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সকাল এগারটা নাগাদ হাওড়ার বি গার্ডেন থানার আন্দুল রোডের কাছে। অভিযোগ, প্রকাশ্যে এক মহিলার সোনার গহনা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীর দল।

{link}

আন্দুল রোডের গেস্টকিন গেট এলাকার বাসিন্দা মামনি চক্রবর্তী জানান, ব্যক্তিগত কাজে বেরিয়ে বাড়ি ফেরার সময় তিনজন যুবক বাইকে চেপে এসে তার রাস্তা আটকায়। এরপর নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে তারা বলেন এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। তাই হাতের সোনার গহনা ও কানের দুল খুলে তারা মামনি দেবীকে ব্যাগে রেখে দিতে বলেন। তিনি আরও জানান, ওই যুবকদের আচরণে তার সন্দেহ হয়। তাই তিনি গহনা খুলতে না চাওয়ায় একরকম জোর করে ওই চার যুবক তাকে দিয়ে গহনা খুলিয়ে নেয় বলে অভিযোগ।

{link}

এরপর তিনি চেঁচামেচি করলে একজন দুষ্কৃতী তার হাতে নকল গহনা ধরিয়ে দেয় এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের আসল গহনা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার সিসিটিভি তে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে। ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

{ads}
 

News Allegation of snatching with the identity of the police Andul Road B Garden Police Station Howrah West Bengal India আন্দুল রোড হাওড়া সংবাদ

Last Updated :