header banner

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শিশু কন্যার

article banner

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আবারো সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃত্যু হল এক শিশু কন্যার। নদীয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে নমাসের এক শিশু কন্যার মৃত্যু হয় বলে অভিযোগ। মৃত ওই শিশুর নাম অতৃকা চক্রবর্তী। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত আনন্দময়ী তলার বাসিন্দা মৃত শিশু কন্যার মা পূজা চক্রবর্তীর এমন টাই অভিযোগ।

{link}

 পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে অতৃকাকে বুধবার বেলার দিকে কৃষ্ণনগর সদর হাসপাতালের আউটডোরের ডাক্তার সুজয় সাহাকে দেখান তার পরিবার। তিনি ওই শিশুকে জেলা সদর হাসপাতালে  ভর্তি করতে পরামর্শ দেন। এরপর চিকিৎসা চলাকালীন আনুমানিক রাত দশটা নাগাদ শিশুটি মারা যায়। জানা যায়, প্রচন্ড ঠান্ডা লাগার কারণে চিকিৎসার প্রয়োজনে শিশুটিকে ভর্তি নেওয়া হয়। ভর্তি নিলেও দীর্ঘক্ষন কোনরকম চিকিৎসা পরিষেবা পায়নি বলে অভিযোগ শিশুর মায়ের। চিকিৎসক বা নার্সদের কোনরকম সহযোগীতা না পাওয়ার জন্যই শিশুটি শেষ পর্যন্ত মারা যায় এমনটাই অভিযোগ তার পরিবারের।

{link}

এই ঘটনাটির পরেই জেলা সদর হাসপাতালের চাইল্ড কেয়ার এর মধ্যেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। যদিও কর্তব্যরত চিকিৎসক সুজয় চক্রবর্তী দাবি করেন ওই শিশুর সম্পূর্ণ চিকিৎসা হয়েছে। তবে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

{ads}
 

News Allegations of medical negligence against Krishnanagar Sadar District Hospital Nadia West Bengal India নদীয়া সংবাদ

Last Updated :