header banner

চিকিৎসার গাফিলতির অভিযোগে ডোমজুড়ের এক বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ আবারও চিকিৎসার গাফিলতির অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের একটি বেসরকারি নার্সিং হোমে। অভিযোগ,চিকিৎসার গাফিলতির কারণে হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়স্বজনরা। পরে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

{link}

পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের ভান্ডারদহ গ্রামের বাসিন্দা আব্বাসউদ্দিন লস্কর নামে বছর চল্লিশের এক রোগীকে রবিবার দুপুর ১টা নাগাদ ওই বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। রোগীর আত্মীয়স্বজনদের অভিযোগ, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল তার। কিন্তু তাসত্ত্বেও রাত পর্যন্ত তার কোন চিকিৎসা হয়নি। শেষ পর্যন্ত নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীকে অন্য হাসপাতলে নিয়ে যেতে বললে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা। তাদের আরও অভিযোগ,রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাদের অন্য অ্যাম্বুল্যান্স ভাড়া করতে দেওয়াও হয়নি।

{link}

এরপরেই তারা নার্সিং হোম চত্বরে বিক্ষোভ দেখান‌। নার্সিং হোমে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে রোগীর আত্মীয় পরিজনদের বোঝালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ, নার্সিং হোমে তারা কোন ভাঙচুর চালায়নি। আপাতত ওই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

{ads}
 

News Allegations of medical negligence have been leveled against private nursing home Domjur Howrah West Bengal India ডোমজুড় হাওড়া সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article