header banner

12 দিন নিখোঁজ থাকার পর পানাপুকুর থেকে বৃদ্ধের কঙ্কালসার দেহ উদ্ধার

article banner

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনাঃ দীর্ঘ ১২ দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধ। অনেক খোঁজাখুঁজির পর   পর অবশেষে বাড়ির পাশে এক পানাপুকুর থেকে উদ্ধার তার কঙ্কালসার মৃতদেহ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁটামারী গ্রামের। মৃত ওই বৃদ্ধের নাম বাটুল পাই (৬০)।

{link}

স্থানীয় সূত্রের খবর, গত ১২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ আজ সকালে তার পরিবারের লোকজন বাড়ির পাশের পানাভরা পুকুর থেকে দুর্গন্ধ পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসীরা পানা তুলে দেখতে পান একটি কঙ্কালসার মৃতদেহ। এরপরেই এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে কুলতলী থানায় খবর দেয়। ঘটনাস্থলে কুলতলী থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এসে পানা ভরা খাল থেকে মৃতদেহ উদ্ধার করে। এছাড়াও পুকুরের পাড় থেকে দু বান্ডিল বিড়ি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা সহ ওই বৃদ্ধের পরিবারের অনুমান মৃতদেহটি বাটুল বাবুর। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি কে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

{link}


তার পরিবারের সদস্যরা জানান, তিনি মদ,গাঁজা সহ সব ধরনের নেশা করতেন। তার পরিবার সহ গ্রামবাসীদের অভিযোগ, ওই বৃদ্ধকে খুন করে পানা পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে পুলিশ জানান,পুরো বিষটি তারা খতিয়ে দেখছেন। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কোন কিছুই স্পষ্ট ভাবে জানা সম্ভব নয়।

{ads} 

News An old man skeletal body was recovered from a pond Deulbari Debipur village South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :