header banner

হাওড়ার অপহৃত হওয়া এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করলো ডোমজুর থানার পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ শনিবার সকালে অপহৃত হওয়া এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করলো ডোমজুর থানার পুলিশ। শনিবার রাতে বাগুইহাটি থেকে তাকে উদ্ধার করে পুলিশ, গ্রেফতার  ৮ জন অপহরণকারী। অপহৃত ওই যুবকের নাম ভাস্কর মাঝি।তিনি ডোমজুরের কোলোরা এলাকার বাসিন্দা। 

{link}

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই যুবক উলুবেড়িয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গতকাল সকালে তিনি সেই কোম্পানির নগদ ১০ লাখ টাকা পেমেন্ট নিয়ে  বাগুইহাটিতে যান। সেখানেই তাকে আটকে রাখা হয়। তার স্ত্রীকে ফোন করে বলা হয় তিনি যে  টাকা নিয়ে গিয়েছেন সেগুলি জাল নোট। তাই অবিলম্বে ২ লাখ টাকা নিয়ে গেলে তবেই তাকে ছাড়া হবে। এরপর অপহরণকারীরা তার স্ত্রীর কাছে অ্যাকাউন্ট নম্বর পাঠান। তার স্ত্রী ওই  অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠান। এরপর সে পরিবারের সবাইকে গোটা ব্যাপারটা খুলে বলেন। পরিবারের সবাই মিলে ঠিক করেন অপহরণকারীদের জমির দলিল দেবেন এবং তার বদলে ভাস্করকে ছেড়ে দিতে বলবেন।এ ব্যাপারে তারা অপহরণকারীদের জানালে তারা কোনা মোড়ের কাছে জমির দলিল নিয়ে দেখা করতে বলেন। কিন্তু অপহরণকারীরা আগে জমির দলিল হাতে পেয়ে তবেই ওই যুবককে ছাড়া হবে বলে জানালে বেঁকে বসেন পরিবারের লোকজন। এরপর ভাস্করের পরিবার পুরো ঘটনাটি পুলিশকে জানান।

{link}

ঘটনাটির খবর পেয়ে অভিযান চালায় ডোমজুর থানার পুলিশ।  কোনা মোড়ে গিয়ে ওই যুবককে হাতেনাতে ধরে পুলিশ। এরপর বাগুইহাটি থেকে উদ্ধার করা হয় ওই ইঞ্জিনিয়ারকে। শনিবার রাতে এই ঘটনার সাথে যুক্ত আটজনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে হাওড়া আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। তাদের বিরুদ্ধে অপহরণের মামলা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে আন্তজেলা অপহরণ চক্র জড়িয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

News Domjur police station Baguihati kidnap West Bengal India সংবাদ হাওড়া ডোমজুড়

Last Updated :