header banner

অনাবৃষ্টি, বৃষ্টির দেবতাকে খুশি করতে ব্যাঙের বিয়ে ধূপগুড়িতে

article banner

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ অনাবৃষ্টি, বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙের বিয়ের আয়োজন ধূপগুড়ির ঝুমুর ব্রীজ সংলগ্ন ভেমটিয়া এলাকায়। আয়োজন করা হয় বউভাতেরও। মঙ্গলবার রাতে রীতিমত সানাই এবং  ব্যান্ডপার্টি বাজিয়ে  ব্যাঙের বিয়ের আয়োজন করেন এলাকাবাসীরা।তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে অবশ্যই  বৃষ্টি নামবে। 

{link}

বর্ষার জলই বলে দেয় ওই  বছরের ফসল কেমন হবে। ফলে খরা হলেই শস্য শ্যামলা দেশের অনেক কৃষিজীবীরই  মাথায় হাত পড়ে। চাষের জমিকে বাঁচানোর জন্য  জলভরতি মেঘের দিকে চাতক পাখির মতন  তাকিয়ে থাকেন কৃষকরা। তাই বৃষ্টি হবার আশায় অনেক জায়গাতেই পালিত হয় ব্যাঙের বিয়ে। উপজাতিদের মধ্যে বিশ্বাস আছে ব্যাঙের বিয়ে দিলেই অবশ্যই  বৃষ্টি নামবে। শস্য শ্যামলা হবে  এই পৃথিবী। তাই বৃষ্টির আশায় মঙ্গলবার ব্যাঙের বিয়ে দেন ধুপগুড়ি এলাকাবাসী। বিয়ের আগের দিন থেকেই শুরু করে দেওয়া হয় বিয়ের প্রস্তুতি।ফুলের মালা, লাল চেলি, ছায়া মন্ডপ দিয়ে এই বিশেষ বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রায় ৫০০ জনকে নিমন্ত্রন করা হয় এই বিয়েতে।পুরোহিত এসেই সমস্ত নিয়মকানন মেনে ব্যাঙের বিয়ে দেন।বিয়ের পর গ্রামের  বয়স্করা  নতুন স্বামী ও স্ত্রী রূপী ব্যাঙকে আশীর্বাদও করেন। 

{link}

বৃষ্টি দেবতাকে খুশি করতে ব্যাঙের বিয়ে নিয়ে অনেক  মজার ঘটনা রয়েছে। ২০১৯ সালের এক রিপোর্টে জানা যায় যে, ব্যাঙের বিয়ের পর  মধ্যপ্রদেশে প্রবল বর্ষণ শুরু হয়। তারপর শেষে ওই ব্যাঙদের এলাকাবাসী ডিভোর্স দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন দেখার বিষয় হল এই যে, এত ঘটা করে যে উদ্দেশ্য নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হল তা সফল হয় কিনা। 
  {ads}

News Frog marriage Dhupguri Jalpaiguri West Bengal India সংবাদ ধুপগুড়ি

Last Updated :