header banner

তৃণমূল নেতার উপর অতর্কিত হামলা, অভিযোগ দলেরই এক নেতার বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে এক তৃণমূল নেতার উপর অতর্কিত হামলা, অভিযোগ আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। অভিযোগ, দত্তপুকুরে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণুকে ভরসন্ধ্যায় প্রাণে মেরে ফেলার চক্রান্ত চালায় একদল দুষ্কৃতি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি কিনছিলেন কাশিমপুর পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল কুমার বিষ্ণু। তখনই একদল দুষ্কৃতী এসে তার উপর আক্রমণ করে। দুষ্কৃতীরা তাকে মারধর করে, পকেট থেকে বেশ কিছু টাকা তুলে নেয়, চশমা ভেঙে দেয়। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেয়। তবে জনবসতি থাকার কারণে প্রাণে বেঁচে গেলেও তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, প্রায় ২৫-৩০ জন ছেলের দল এসেছিলো এবং তাদের মধ্যে অনেককেই চেনেন তিনি। ঘটনাটি জানাননি হতেই দত্তপুকুর সহ শিবালয়ের গোটা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে আন্দোলনে নামেন। অমল বাবু জানান, বেশ কিছুদিন ধরেই দত্তপুকুরে একাধিক দুর্নীতির প্রতিবাদ করেছেন তিনি।কখনও প্রকাশ্য মাইকে আবার কখনও রাস্তায় দাঁড়িয়ে, আর এর ফলেই ভরসন্ধ্যায় তার উপর আক্রমণ হয়েছে। 

{link}

ইতিমধ্যেই দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমলবাবু। ঘটনাটির তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এই ঘটনার পরে দত্তপুকুর থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বেশ কিছুক্ষণ স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূল কংগ্রেসের জেলার উচ্চ নেতৃত্ব বারবার দাবী করেন যে তাদের দলের মধ্যে কোন গোষ্ঠীদন্ধ নেই, কিন্তু দার্জিলিং থেকে সুন্দরবন, পুরুলিয়া থেকে নদীয়া, তৃণমূলের গোষ্ঠীদন্ধ এখন চরমে।আর এই ঘটনা ফের একবার তার প্রমান দিল।  
{ads}

News TMC Dattapukur police station North 24 pargana West Bengal India উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :