header banner

একাধিক দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান আশাকর্মীদের,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

article banner

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ ফের বিক্ষোভ আশাকর্মীদের। সরকারী কর্মীর স্বীকৃতি,স্থায়ী বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবীতে আজ শিলিগুড়ি থেকে উত্তরকন্যা অভিযান করলেন পশ্চিমবঙ্গের আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার শিলিগুড়ির জলপাইমোর থেকে এই মিছিল সংগঠিত হয়।

{link}

সূত্রের খবর,এদিন মিছিলটি উত্তরকন্যার অভিমুখে রওনা হলে শিলিগুড়ির তিনবাত্তী মোড়ে পুলিশ মিছিলটিকে আটকে দেয়। এরপর ওই আশাকর্মীরা পুলিশের কাছে বাধা রাস্তায় বিক্ষোভ দেখায় এবং পুলিশের সাথে ধস্তাদস্তি হয় এবং তিনবাত্তি মোড়ে ফরম্যাট লেখা একটি সাইনবোর্ড পুড়িয়ে দেয়। এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমোতারা খাতুন বলেন,”বর্তমান কোভিড পরিস্থিতিতে যে ধরনের কাজের চাপ আশা কর্মীদের উপর তার কারনে আশা কর্মীরা অত্যন্ত বিপর্যয়ের মুখে পড়েছে। অবিলম্বে আমাদের বেতন একুশ হাজার করতে হবে।“

{link} 

 উত্তরবঙ্গের আটটি জেলা থেকে প্রায় ১০হাজার আশা কর্মী এদিন এই মিছিলে অংশগ্রহন করেন।এদিন তারা জানান আশাকর্মীদের দাবী মেনে নেওয়া না হলে আগামী দিনে তারা পুলিশের বাধা অতিক্রম করে উত্তরকন্যায় যাবে।এর আগেও বহুবার আশাকর্মীদের বিক্ষোভরত অবস্থায় রাস্তায় নামতে দেখা গেছে কিন্তু তাও কোন সুরাহা হয়নি। এখন প্রশ্ন এটাই এত প্রতিবাদের পরেও রাজ্য সরকার আশা কর্মীদের জন্য কেন কোন পদক্ষেপ নিচ্ছেন না? আদৌ কী তাদের কোন দাবি মানা হবে? এতগুলো মানুষের ভবিষ্যৎ কোথায়?

{link}  
 

News Asha workers Union Government workers Uttarkanya Siliguri West Bengal India আশাকর্মী শিলিগুড়ি সংবাদ

Last Updated :