header banner

প্রতিশ্রুতি সার, কয়েক বছরেও সারানো হলোনা পাথরপ্রতিমার নদী বাঁধ

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ ঘূর্ণিঝড় অশনির হাত থেকে রক্ষা পেয়েও শান্তি নেই। নিম্নচাপের জেরে প্রায় প্রতিদিনই বৃষ্টি। আর টানা বৃষ্টির প্রভাবে দুর্বল হয়ে পড়ছে মাটির নদী বাঁধ। তার উপর সুন্দরবন বাসীদের আতঙ্কের আরেক নাম "পূর্ণিমার ভরা কোটাল"।

{link} 

পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গিরি পাড়া এলাকায় কয়েক হাজার মানুষের বাস। আম্ফান থেকে ইয়াশ, একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে পাথরপ্রতিমার বিস্তীর্ণ অঞ্চল। মাটির নদী বাঁধ প্রায় সময় ভেঙে যায়। যার ফলে নদীর নোনাজল গ্রামে ঢুকতে থাকে। নষ্ট হয়ে যায় বিঘের পর বিঘে চাষের জমি। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসের সময় বিষ্ণুপুর গিরি পাড়ার মৃদঙ্গ ভাঙা সেতু সংলগ্ন এলাকায় নদী বাঁধ ভেঙে জল ঢুকে এলাকা প্লাবিত হয়ে যায়। নোনা জলে ডুবে যায় শতাধিক বিঘা জমি পুকুর ঘরবাড়ি। ইয়াশ কেটে যাবার পর এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে  সেচ দপ্তরের লোকজন কথা দিয়েছিলেন ওই নদী বাঁধ সংস্কার করা হবে। কিন্তু সেই কথা কথাই থেকে গেল।

{link}

 এরপর ঘুরে গিয়েছে বছর। এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার করা হয়নি। কেবলমাত্র মাটিকে ধুয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পলিথিন দিয়ে মাটি দেওয়া হয়েছিল। বর্তমানে সে পলিথিন এর করুণ দশা। পলিথিন ছিঁড়ে ফেটে চৌচির। অশনি কেটে গেলেও সামনে রয়েছে ষাঁড়াষাঁড়ির বড় কোটাল। এই কোটালের জলে ভেঙে যেতে পারে নদী বাঁধ। তাই আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। তবে আগামী দিনে এই নদীবাঁধ সংস্কার না হলে বড়োসড়ো আন্দোলনের পথে যাবে এলাকার মানুষ, এমনই দাবি এলাকাবাসীর। আপাতত বাঁধ সারানোর আশায় দিন গুনছেন অচিন্ত্য নগরের বাসিন্দারা।

{ads} 
 

News Ashani cyclone River dam Achintya nagar Pathorpratim Block Sundarban South 24 Pargana West Bengal India দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :