header banner

চাকরির নামে প্রতারণা। বাড়িতে মুখ্যমন্ত্রীর নামে প্যাড! সোনারপুরে আটক বিজেপি প্রার্থী

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: এসএসসি থেকে গরু পাচার, রাজ্যের সমস্ত দুর্নীতিমূলক কাজের অভিযোগ এতদিন শাসক দলের নেতাদের বিরুদ্ধে ছিল। তবে এখন বাদ যাচ্ছে না বিরোধী দলের নেতাদের নামও। পুরভোটে একজন বিজেপি প্রার্থী ছিলেন, আর একজন ছিলেন এজেন্ট। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এবার আটক বাবা ও ছেলে। তাঁদের বাড়িতে পাওয়া গেল সরকারি দফতরের নিয়োগপত্র-সহ প্রচুর নথি, এমনকী মুখ্যমন্ত্রীর নামে প্যাডও! ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা।

{link}

জানা যায়, ২০১৫ সালের পুরভোটে সোনারপুরের ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন উত্তম মুখোপাধ্যায়। ওই ওয়ার্ডেরই বৈকুণ্ঠপুর এলাকায় থাকেন তিনি। ছেলে অর্ণবও এলাকায় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। এ বছর পুরসভা ভোটে দলের নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনেক যুবক-যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছেন উত্তম ও অর্ণব। কিন্তু টাকা দেওয়ার পরেও চাকরি পাননি কেউ। তাই ওই সব যুবক যুবতীদের পরিবার অবশেষে বাবা ও ছেলের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

{link}

সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার বাবা ও ছেলেকে আটক করে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে সরকারি অফিসের প্রচুর নথি উদ্ধার হয়। এছাড়াও মুখ্যমন্ত্রীর নামে প্যাডও উদ্ধার হয়েছে। আপাতত তারা দুজনেই পুলিশের হেফাজতে থাকবেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি বাবা-ছেলে। বিজেপি কর্মীদেরও কোন পতিক্রিয়া পাওয়া যায়নি।

{ads}  
 

News politics BJP Uttam Mukhopadhyay Scam Sonarpur Baikunthapur South 24 Pargana West Bengal India সোনারপুর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :

Related Article

Latest Article