header banner

বিষ-মদ কাণ্ডে ব্যবস্থা না নিলে আন্দোলন, হঁশিয়ারি বিজেপি-র

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গত মাসে হাওড়ার ঘুসুড়িতে বিষমদ পান করে প্রায় ৪০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার উপযুক্ত তদন্ত এবং মালিপাচঁঘড়া থানার ওসি-র অপসারণের দাবিতে পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিল বিজেপি-র প্রতিনিধিদল। গত মাসে হাওড়ার মালিপাচঁঘড়া থানা এলাকার গজানন বস্তিতে বিষমদ পান করে এতজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি-র অভিযোগ, সেই ঘটনার উপযুক্ত তদন্ত করা হয়নি। সেই কারণেই ওসি-কে সরিয়ে দেওয়ার দাবিতে বুধবার বিকেলে পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

{link} 
বুধবার বিকেলে বিজেপি-র চার বিধায়ক সহ রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে হাওড়ার পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। বিজেপি নেতাদের অভিযোগ, এই ঘটনায় সঠিক তদন্ত হচ্ছে না। এখনও পর্যন্ত থানার ওসিকে কেন অপসারণ করা হয়নি, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এছাড়া তাঁদের দাবি, যে থানা এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানকার অফিসারদের দিয়েই তদন্ত করা হচ্ছে। ফলে এই তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা। তাঁদের দাবি, একজন বিচারককে রেখে তদন্ত করাতে হবে। যে দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়, সেটি কার্যকর না হলে আগামী দিনে হাওড়ার পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পাশাপাশি আদালতে মামলা করা হবে বলেও জানিয়েছেন বিরোধী নেতারা।

{link} 
এ প্রসঙ্গে খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘অভিযুক্ত চোলাইয়ের কারবারী প্রতাপের পরিবার দীর্ঘ তিন দশক ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। এই মদ খেয়ে এতগুলো মানুষের মৃত্যুর পরেও প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে আমরা ১০ হাজার লোক এনে ধরনা দেব।’
শাসক দলকে আক্রমণ করে হিরণ বলেন, ‘চোলাই বিক্রির টাকা যাবে মন্ত্রীদের কাছে, এটা আমরা মানব না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। আমরা বলছি, টাকা ফ্ল্যাটে, ফ্ল্যাটে টাকা।’

{ads}

News Politics BJP leaders Hiran Chatterjee Police Commissioner Ghusuri Malipanchghara Howrah West Bengal India ঘুসুরি বিষ মদ হাওড়া সংবাদ

Last Updated :