header banner

পুরসভায় স্বজনপোষণের অভিযোগ তুলে হাওড়ায় বিক্ষোভ বিজেপির

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: দীর্ঘদিন নির্বাচন করানো হয়নি হাওড়া পুরনিগমে। নির্বাচিত পুরবোর্ড না থাকায় পুর পরিষেবার হাল গত কয়েক বছরে আরও বেহাল হয়ে পড়েছে। পুরনিগমেও উঠেছে স্বজনপোষণের অভিযোগ। তাই এরই প্রতিবাদে বুধবার দুপুর ১২টা থেকে হাওড়ার নরসিংহ দত্ত রোডের ৪ নম্বর বরো অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছেন হাওড়া সদর বিজেপি নেতৃত্ব।

{link}

বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার মানুষ পুর পরিষেবা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে নির্বাচিত পুরবোর্ডও নেই। তাদের অভিযোগ, স্বজনপোষণ চলছে এখানে। এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তো আছেই। যার কারণে তাদের এই প্রতিবাদ। এই বিষয়ে এক বিক্ষোভকারী বলেন, সারা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা “চোর ধরো জেলে ভরো”-র কর্মসূচী পালন করছেন। বিজেপি কর্মী হিসেবে তারা চায় রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে।

{link}

এছাড়াও তিনি বলেন, শাসক দলের তাবড় তাবড় নেতারা রাজ্যের বিভিন্ন দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িত। যার কারণে গোটা দেশের কাছে লজ্জিত বাঙালি। সেই লজ্জাকে নিবারণ করার জন্যই তাদের বিক্ষোভ মিছিল। হাওড়া সদর বিজেপির সম্পাদক অজয় মান্না বলেন, আজকের এর বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেবেন পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম সম্পাদক তথা বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

{ads}
 

News Politics BJP Protest TMC MLA Biman Ghosh Municipal corporation Howrah West Bengal India বিজেপি হাওড়া সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article