header banner

স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বি এন বসু হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ বেশ কয়েকদিন ধরে ব্যারাকপুর মহাকুমা এলাকার গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছিল প্রশাসনের কাছে। যার কারণে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রীও। আর সেই কারণে শুক্রবার তড়িঘড়ি হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকগণ।

{link}

হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, হাসপাতালে আসা রোগীদের ঠিকভাবে চিকিৎসা না করেই অন্য হাসপাতলে স্থানান্তরিত করে দেওয়া হয়। অভিযোগ, রোগীদের ওই হাসপাতালে যথাযথ চিকিৎসার পরিকাঠামো থাকা সত্ত্বেও তাদের অন্যত্র হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়ার ঘটনা ঘটেছে বহুবার। এরকম বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যারাকপুর প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল । যার ফলে মুখ্যমন্ত্রী হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। যার কারণে শুক্রবার মুখ্য স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম, জেলাশাসক সরোদ কুমার দ্বিভেদী, উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডাক্তার তাপস রায়, মহকুমা শাসক অভ্র অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সহ প্রশাসনের কর্তারা  হাসপাতাল পরিদর্শন করেন। জানা যায়, মুখ্য স্বাস্থ্য সচিব হাসপাতালের রোগী ভর্তির রেজিস্টার খাতাও খতিয়ে দেখেন এবং হাসপাতাল সুপার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ঠিকমতো পরিষেবা দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন। হাসপাতালের পরিকাঠামোগত অব্যবস্থার কথা স্বীকার করেছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস। তার পাশাপাশি তিনি এও স্বীকার করেন হাসপাতালের সর্বোচ্চ জায়গায় ঘুরে বেড়ায় কুকুর এবং বিড়াল।

{link} 

সংবাদ মাধ্যমের সামনে হাসপাতাল কর্মীদের গাফিলতির কথা সরাসরি স্বীকার না করলেও হাসপাতালে যে পরিকাঠামোগত অভাব রয়েছে সেটা স্বাস্থ্য সচিব স্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, হাসপাতালের সব সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেওয়া হবে। রোগীরা যাতে এই হাসপাতালেই চিকিৎসা ঠিকমতো পায় সেটাও গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়াও তিনি বলেন, বি.এন.বসু মহকুমা হাসপাতাল থেকে ডাক্তার ও নার্সদের নিয়ে একটি প্রতিনিধি দলকে রাজ্যের সুপার স্পেশালিটি বাঙ্গুর হাসপাতালে পাঠানো হবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো বিষয়টি দেখে আসার জন্য। এর ফলে এই হাসপাতালেও তারা  সুপরিকাঠামোগতভাবে রোগীদের পরিষেবা  দিতে পারবেন।

{ads}
 

News BN Bose Sub Divisional Hospital Health secretary District health officer District magistrate Barrackpore North 24 Pargana West Bengal India ব্যারাকপুর উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :