header banner

ফের গ্রেফতার বাবু মাস্টার ওরফে কামাল গাজী

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ আবারও গ্রেফতার করা হল বাবু মাস্টার ওরফে কামাল গাজীকে। শুক্রবার সন্ধ্যায় বসিরহাটের হাসনাবাদ থানার মুরারিশা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ।

{link}

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভবানীপুর মডেল বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাবু মাস্টার। সেই সময় পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। বেশ কয়েক মাস আগে বারাসাতের কাজীপাড়া থেকে গ্রেফতার হয়েছিল বাবু মাস্টারকে। প্রায় এক মাস জেল খাটার পর তিনি ছাড়া পেয়েছিলেন। জানা যায় তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা ও মারধর করে এলাকায় সন্ত্রাসের আতঙ্ক তৈরি করার অভিযোগ রয়েছে।

{link}

বেশ কিছু মাস তিনি রাজনীতি থেকে দূরে সরে ছিলেন বলেও জানা যায়। বিভিন্ন দুর্নীতিমূলক অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সন্ধ্যায় তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়।

{ads} 
 

News Babu master Arrested again Hasnabad Police Station Bhabanipur Gazipur Murarisha gram panchayat Basirhat North 24 Pargana West Bengal India বসিরহাট উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article