header banner

জামার বদলে আলমারি থেকে উদ্ধার বোমা, আতঙ্কে বারুইপুরের এলাকাবাসী

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির আলমারি খুলতে গিয়ে চোখ কপালে গৃহবধূর। আলমারিতে ব্যাগ ভর্ত্তি তাজা বোমা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের হাবিব চক লেনে। বাড়ির মধ্যে বোমা দেখতে পেয়ে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী।

{link}

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব চক লেনের বাসিন্দা আশরাফী বেগম মঙ্গলবার ঘরের মধ্যে রাখা আলমারি খুলতেই দেখেন একটি ব্যাগের মধ্যে বোমা রাখা। কোথা থেকে এই বোমা এল তা বুঝতে না পেরে চিৎকার শুরু করে দেন তিনি। তাঁর চিৎকার শুনেই বাড়িতে ছুটে আসেন আশেপাশের  স্থানীয় বাসিন্দারা। বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর তিনি স্থানীয় পুলিশে সাথে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই বারুইপুরের এসডিপিও ইন্দ্রবদন ঝাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় সিআইডি স্কোয়ার্ডকে। সঙ্গে সঙ্গে বোম্ব স্কোয়ার্ডের লোকজনও ঘটনাস্থলে চলে আসে বলে জানা যায়। এরপর তাঁরাই আলমারির মধ্য থেকে উদ্ধার করে ১২টি তাজা বোমা। এদিকে ততক্ষণে ওই মহিলার বাড়ির চারপাশে ভিড় বাড়তে শুরু করে। খবর পৌঁছে যায় আশেপাশের এলাকাতেও। যার ফলে ভিড় সামলাতেও শুরুতে বেগ পেতে হয় পুলিশকে।

{link}

এরপর উদ্ধার করা বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসডিপিও ইন্দ্রবদন ঝাঁ জানান, “ফোন যাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গোটা বাড়ি ফাঁকা করে দেওয়া হয়। এলাকার মানুষদেরও সতর্ক করে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। সমস্ত সতর্কতামূল ব্যবস্থা নিয়ে বোমাগুলিকে আমরা উদ্ধার করি। নিরাপদে নিয়ে গিয়ে ওগুলিকে নিষ্ক্রিয় করেছি। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। কোথা থেকে কীভাবে এখানে বোমা এল তা জানার চেষ্টা করছি।“

{ads} 
 

News Bomb recovery Habib chowk lane Mallikpur Baruipur police station South 24 Pargana West Bengal India বারুইপুর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :