header banner

প্লাস্টিক বর্জনের উদ্দ্যশ্যে হাওড়ায় বর্ণাঢ্য পদযাত্রা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বিগত কয়েক বছর ধরে পরিকল্পনা করার পর গত ১লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যাবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাই একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের উদ্দেশ্যে শুক্রবার হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।

{link}

শুক্রবার হাওড়া শৈলেন মান্না স্টেডিয়াম থেকে জি টি রোড ধরে সন্ধ্যা বাজার পর্যন্ত হয় এই পদযাত্রা। উক্ত পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন রাজ্যে সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী, হাওড়া পুরো নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সহ শহরের বিভিন্ন স্কুলের কয়েকশো পড়ুয়া ও পুর কর্মীরা। এই মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যাবহারের উপর সচেতন করা হয়।

{link}

হাওড়া শহরের জল নিকাশের ক্ষেত্রে একটা বড় সমস্যা প্লাস্টিক ক্যারি ব্যাগ। ইতিমধ্যেই পুরো এলাকায় নিষিদ্ধ হয়েছে ক্যারি ব্যাগের ব্যবহার। বিভিন্ন জেলায় এই নিয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে গ্রাহক এবং ক্রেতা উভয়কেই জরিমানা দিতে হবে। তবে সাধারন মানুষকে আরও সচেতন করতেই শুক্রবারের এই বিশেষ পদযাত্রা।

{ads}

News Banned the use of plastic Howrah Municipal Corporation Arup Roy Howrah West Bengal India অরূপ রায় হাওড়া সংবাদ

Last Updated :