হাওড়ার ব্যাঁটরায় রহস্যজনকভাবে মৃত্যু বৃদ্ধ দম্পতির । আজ সকালে কদমতলা এইচআইটি আবাসনের ঘর থেকেই জোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর অনুযাই মৃতেরা হলেন মণিমোহন পাল ( ৭১ ) ও মীনা পাল ( ৬৬ )। স্থানীয়দের মতে মীনাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন এমনকি ওনার ডায়ালিসিসও চলছিল। আর তার স্বামী মণিমোহনবাবু ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
{link}
আজ সকালে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। বাড়িতে ওই দম্পতি একাই থাকতেন। তাদের ছেলে থাকেন কলকাতায়। এদিন সকালে বাড়ির পরিচারিকা এসে দম্পতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা ভেজানো ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হয়েছে এরা অসুস্থ ছিলেন। সেই কারণেই সম্ভবত ঘরের দরজা ভেজানো ছিল। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। কিডনি ফেলিওর বা হার্ট অ্যাটাক বা অন্য কোনও কারণে এদের মৃত্যু কিনা তাও পোস্টমর্টেম রিপোর্ট এলেই তবে জানা যাবে। ঘটনার বিস্তারিতভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}