header banner

বারুইপুরে ৯ কেজি গাঁজা সহ গ্রেফতার এক

article banner


সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের নাকের ডগায় অনেক দিন ধরেই চলত অবৈধ গাঁজা ব্যাবসা। অবশেষে সোমবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে ওই গাঁজা ব্যাবসায়ীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যাক্তির নাম আবু হোসেন। ওই ব্যাক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯ কেজি গাঁজা। আপাতত ওই ব্যাক্তি পুলিশের হেফাজতে।

{link}

পুলিশ সূত্রের খবর, ধৃত ওই ব্যাক্তি বারুইপুর থানার পাঁচঘড়া এলাকার বাসিন্দা। জানা যায়, সোমবার রাতে মল্লিকপুর ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর। এরপর সেই খবর অনুযায়ী বারুইপুর থানার পুলিশ এবং মল্লিকপুরে ফাঁড়ির এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে একটি যৌথ টিম ওই রাস্তায় দাঁড়িয়ে ছিল। এরপর ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটি চার চাকা গাড়ি আসতে তারা সন্দেহ করে এবং গাড়িটিকে দাঁড় করায়। পুলিশ গাড়ির ভিতরে একজন ব্যক্তি ও তিনটে ব্যাগ দেখতে পায়। সেই ব্যাগ তিনটিকে সার্চ করে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য বাজারে দু লক্ষ টাকা।

{link} 

এরপর ওই ব্যাক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে পুলিশ। আপাতত পুলিশের হেফাজতে আছেন ধৃত ওই ব্যাক্তি। ধৃত আবু হোসেন মণ্ডল কে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রের খবর। পাশাপাশি এই অবৈধ ব্যাবসার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ।

{ads} 
 

News Mallikpur Outpost Baruipur police station Panchghara Baruipur South 24 pargana West Bengal India বারুইপুর দক্ষিণ ২৪ পরগনা সংবাদ

Last Updated :