header banner

করোনা আক্রান্তদের সাহায্যে উদ্যোগী বেলুড় মঠ,করা হয়েছে ৫০টি শয্যাবিশিষ্ট সেফ হোমের ব্যাবস্থা

article banner

করোনা মহামারীতে আর্ত রোগীদের সাহায্যার্থে এবার এগিয়ে এল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। তাদের পক্ষ থেকে ৫০ টি শয্যাবিশিষ্ট সেফহোমের ব্যাবস্থা করা হয়ছে। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির পলিটেকনিক কলেজের ক্লাস রুম কে রূপপ্রদান করা হয়েছে সেফ হোম হিসেবে। সম্পূর্ন বিনামূল্যে বালি বেলুড় এবং তার সংলগ্ন এলাকার কোভিডে আক্রান্ত বা সংক্রামিত মানুষরাই সেবা পাবেন এই সেফ হোমে। যেখানে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ ডাক্তার,নার্স এবং স্বেচ্ছাসেবক। ব্যাবস্থা থাকবে অক্সিজেন এবং আরো আনুষাঙ্গিক অত্যাধুনিক চিকিৎসার। দিনের ২৪ ঘন্টাই জরুরী পরিষেবা পাওয়া যাবে এমনটাই প্রাথমিকভাবে জানানো হয়েছে বেলুরমঠ সারদা পিঠ এর তরফ থেকে।

{link}

এর আগেও বহু সময় সামাজিক কাজ করতে দেখা গেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কতৃপক্ষকে। লকডাউনে ত্রান দেওয়া থেকে শুরু করে আরও বহু উদাহারন আছে সমাজে। এইবারের মানুষের পাশে দাঁড়ানো থেকে তারা বিরত রইলেন না। 
{ads}

Belur Math Ramkrishna Mission News Covid-19 Covid-19 safe home West Bengal India Coronavirus Bali belur math

Last Updated :