header banner

ছুটি নেই, তাই থানাতেই জামাই আদর পেলেন পুলিশরা

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ থানাতেই পালিত হল জামাই ষষ্ঠী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কর্মব্যস্ততার কারণে বেশিরভাগ উৎসব অনুষ্ঠানে যোগ দিতে পারেন না পুলিশকর্মীরা। তাই এবার  জামাই ষষ্ঠী উপলক্ষ্যে পুলিশ কর্মীদের জন্য জামাইষষ্ঠীর আয়োজন করা হল থানাতেই । রবিবার সকালে বীরভূমের  সিউড়ি থানায় এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল।

{link}

সিউড়ি থানার আইসি সেখ মহম্মদ আলীর আয়োজনে পালিত হল জামাই ষষ্ঠী। কর্ম ব্যস্ততার মাঝে অফিস চত্ত্বরে এমন ভিন্ন পরিবেশ পেয়ে খুশি থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে কর্মীরাও। পুলিশ  সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে সিউড়ি থানায় ছিল সাজ সাজ রব। থানার মূল দ্বার দিয়ে ঢুকেই যে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই ছাতা খাটিয়ে চেয়ার পাতা হয়েছিল। রবিবার সকালবেলায় প্রত্যেক পুলিশ আধিকারিক থেকে শুরু করে কর্মীরা পাজামা ও পাঞ্চাবি পরে হাজির হয়েছিলেন থানায়। সেখানেই একত্রিতভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে খাবার মেনুতে ছিল পুরি, আলুর দম, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি ও ঠাণ্ডা পানীয়৷ সিউড়ি থানার পুলিশ কর্মীরা জানান, সকাল থেকে নিজেদের মধ্যে কিছু সময় আড্ডা ও খাওয়া দাওয়ার মাধ্যমেই এই দিনটিকে পালন করা হয়েছে।

{link}

 তবে এই উৎসবের জন্য তাদের কর্তব্যে কোন প্রভাব পড়েনি। আনন্দ উপভোগের পাশাপাশি তারা নিজেদের কাজও করে গিয়েছেন। সিউড়ি থানার এক পুলিশ আধিকারিক বলেন, পুলিশের কাজ! কোন উৎসব অনুষ্ঠানে তো ছুটি মেলে না। এই পরিস্থিতিতে থানায় এই ভিন্ন পরিবেশ পেয়ে খুব ভাল লাগছে। তবে কেবল থানার অফিসাররা নন। আইসির এই অভিনব উদ্যোগকে ইতিবাচক ভাবে দেখছেন পুলিশ কর্তাদের একাংশ। 

{ads}
 

News Bengali's festival Jamai sashti was celebrated at the police station Organized for the police Siuri police station Birbhum West Bengal India সিউড়ি বীরভূম সংবাদ

Last Updated :