header banner

আবারও অবৈধভাবে নদী থেকে মাটি তোলার অভিযোগ বীরভূমে

article banner

জয়ন্ত দাস, বীরভূম:  অবৈধ ভাবে রমরমিয়ে চলছে নদী গর্ভ থেকে মাটি উত্তোলন।  ঐতিহ্যবাহী কোপাই নদী থেকে মাটি সহ নদীর তীরবর্তী জমি কেটে নেওয়া হচ্ছে। নদীর তীরবর্তী এলকার চাষ জমির মালিকদের অভিযোগের তীর মাটি  মাফিয়া দের বিরুদ্ধে ।  

{link}
মঙ্গলবার বোলপুর পৌরসভার পৌরসদস্য ও রুপপুর গ্রামের সভাপতি কোপাই নদীর চরে অভিযানে যান। ঘটনা স্থলে গিয়ে চাক্ষুস হয় বেশ কয়েকটা নম্বর প্লেটহীন ট্রাক্টর মাটি উত্তোলন করছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন  থানার পুলিশ। পুলিশ এসে আটক করে দুটি ট্রাক্টরকে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তবে ট্রাক্টর মালিক এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি  সম্পূর্ণ অস্বীকার করেন। 

{link}
অবৈধ মাটি উত্তোলনের পেছনে কার বা কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনকে কেন্দ্র করে বহুদিন ধরেই চলছে রাজ্য রাজনীতিতে তোলপাড়।নতুন করে বীরভূমের এই ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য।   
{ads}

News Birbhum Santiniketan West Bengal

Last Updated :