header banner

প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি মেলেনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে, বিক্ষোভ

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ তাপবিদ্যুৎ কেন্দ্র গঠন পূর্বে আশ্বাস দেওয়া হলেও তা গঠন হওয়ার পর আর বাস্তবায়িত হয়নি। মঙ্গলবার সকালে এই বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই জমিহারাদের অবস্থান বিক্ষোভ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে। জমিহারাদের দাবি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বহু বছর আগে হলেও এখনো চাকরি পান নি অনেকেই। যদিও জমি অধিগ্রহণ করার সময় আশ্বাস দেয়া হয়েছিল পরিবার পিছু একজন চাকরি পাবে। কুড়ি বছর পার হয়ে গেছে কিন্তু তারা বঞ্চিত। দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে জমিহারাদের প্রায় ২০০ জন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার থেকে জেলা শাসকের কাছে বহুবার আবেদন করেও কোনো লাভ হচ্ছে না। প্রত্যেকেই কেবল প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু চাকরি হয়নি। মাঝখান থেকে জমিহারারা শুধু  বঞ্চিত। অথচ কোঅপারেটিভ এর মাধ্যমে অর্থের বিনিময়ে নিয়োগ হয়ে যাচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে। জমিহারাদের সরাসরি অভিযোগ, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের তত্ত্বাবধানে চলে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কোঅপারেটিভ গুলি। আর কোঅপারেটিভ গুলির মাধ্যমে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন ব্লক সভাপতি ভোলানাথ মিত্র। 


যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ভোলানাথ মিত্র বলেন, চাকরি অনেকেই পায়নি জানি, জায়গা থাকলে নিশ্চয়ই দিতো। টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে বলে দিলেই তো হবে না, প্রমান দিতে হবে। আর ল্যান্ড লুজারদের চাকরি টাকার বিনিময়ে করা যায় না বা হয়না। ল্যান্ড লুজারদের সিস্টেম আছে, সেই সিস্টেমে আসতে হবে। এখানে দুটি কোপারেটিভের মাধ্যমে আনস্কিল লেবার নিয়োগ হয়। টাকা পয়সার বিনিময়ে কিছু হয়না। আসলে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এসব করা হচ্ছে। আর তৃণমূলকে কালিমা লিপ্ত করতে বিজেপি কেন, কেউই পারবে না। যদিও নিজেদের প্রতিবাদ অব্যাহত রাখছেন প্রতিবাদকারীরা। এখন প্রশ্ন উঠছে, কেই বা সত্যি বলছে, আর কেই বা মিথ্যা। সত্যিই কি নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবাদকারীরা, আর অর্থের বিনিময়ে নিয়োগ চলছে তাপবিদ্যুৎ কেন্দ্রে? যদি অভিযোগ সত্যি হয়, তাহলে তা অত্যন্ত গুরুতর একটি বিষয় তো বটেই! 
{ads}

News Bakreshwar Ther­mal Power Station Employment West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article