header banner

রানাঘাটে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাসক দলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ ওনারা রাজ্যে এমন একটা দল চালাচ্ছেন যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস করেন না। দেশের সংবিধানের ওপর বিশ্বাস করেন না। তাদের পক্ষে যখন আসবে তখন ঠিক আছে। কিন্তু ওনারা অন্যায় করলে এবং তার প্রতিবাদ করলে তখন সব ভুল। নদীয়ার রানাঘাটে বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জির বাড়িতে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

{link}

এদিন মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর প্রসঙ্গে তিনি বলেন, তিনি জানেন না মেদিনীপুরের মাটি প্রসঙ্গে কতটা জ্ঞান আছে ওদের। মেদিনীপুরের মাটি মমতা ব্যানার্জি কে হারিয়েছে। কারো কাছে মাথা নত করতে জানে না। এর পাশাপাশি তিনি বলেন, যারা লোকের পেটে লাথি মেরে রাজনীতি করেন, নিজের ঘর সংসার করেন তাদেরকে মেদিনীপুরের মানুষ রেয়াত করে না। পানিহাটিতে বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এখন দুষ্কৃতী আর পুলিশ কিছু আলাদা নয়। দুষ্কৃতীরা এখন পুলিশ হয়ে গেছে।

{link}

তিনি আরও বলেন, একজন মহিলা ধর্ষিত হয়ে তিনি যদি থানায় যান , একটা এফ আইআর নেওয়ার জন্য তাকে সারারাত বসিয়ে রাখা হয়। আগে দুষ্কৃতীরা কাউকে আক্রমণ করলে পুলিশের কাছে যেত। এখন পুলিশের কাছে গেলেই আক্রান্ত হচ্ছে মানুষ। পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি দুষ্কৃতী আর পুলিশ মিলে দলের কর্মীদের খুন করেছে। শুধু তাই নয় নমিনেশন পত্র জমা দেয়নি। এদিন দিলীপ ঘোষ ছাড়াও বিধায়কের বাড়িতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী।

{ads} 
 

News Bjp leader Dilip Ghosh attacked the ruling party in the State after attending Maan Ki Baat function Ranaghat Nadia West Bengal India রানাঘাট নদীয়া সংবাদ

Last Updated :