নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ মাঠে কাজ করার সময় বিপত্তি। কোদাল দিয়ে মাঠে জমির মাটি কাটার সময় আচমকা বিস্ফোরণে ডান হাত উড়ে গেল কৃষকের। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটিকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণে হাত উড়লো ৫৫ বছরের রঞ্জন মেটে নামে এক কৃষকের।
{link}
এ বিষয়ে তার ভাই জানিয়েছেন, জমিতে চাষের কাজ করছিলেন তার দাদা রঞ্জন। কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ বিস্ফোরন হয়। কেউ কিছুই বুঝে উঠতে পারেননি প্রথমে। এরপর স্থানীয় বাসিন্দারা আওয়াজ পেয়ে মাঠে ছুটে আসেন। তখনই রঞ্জন বাবুকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে খবর দেন এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। বুধবার রাতে বর্ধমানের একটি চিকিৎসাকেন্দ্রে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় তাকে।
{link}
পুলিশ সূত্রে জানা যায়, মাটির নীচে বোমা রাখা ছিল। বোমার উপরে কোদালের আঘাত পড়তেই সেটি সশব্দে ফেটে যায়। এই ভয়ঙ্কর ঘটনার ফলে আউশগ্ৰাম ১ নম্বর ব্লকের উক্তা গ্ৰামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্তে নেমেছে আউশগ্রাম থানার পুলিশ। পাশাপাশি কে বা কারা মাটির নীচে বিস্ফোরক পদার্থ রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
{ads}