header banner

ভবানীপুরের বিধায়ক পদ থেকে পদত্যাগ শোভনদেবের, প্রার্থী হতে চলছেন মুখ্যমন্ত্রী ?

article banner

শুক্রবার বিধানসভায় নিজের পদত্যাগপত্র জমা দিলেন ভবানীপুর কেন্দ্রের বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। অধ্যক্ষ মহাশয় পরিস্কার ভাবে তার বক্তব্যে জানিয়ে দিয়েছেন কোন প্ররোচনা ছাড়া সদিচ্ছায় তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য বিষয় এবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন তিনি। বিপক্ষে ছিলেন বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। 

{link}
তবে এবারে সরাসরি যে প্রশ্ন উঠে আসছে তা এককথায় পরিস্কার যে পদত্যাগ পত্র জমা দেওয়ায় যে পুনঃনির্বাচন হতে চলেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেক্ষেত্রে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর বরাবরই মুখ্যমন্ত্রীর গড় হিসেবে চিহ্নিত ছিল। যার ফলে এবার জয়ী হওয়ার ক্ষেত্রে নিজের পুরোনো গড়ের মানুষের উপরেই আস্থা রাখতে চলেছেন বলেই কথা উঠেছে রাজনৈতিক মহলে। এবিষয়ে শোভনদেব নিজে জানিয়েছেন, তিনি চান এই কেন্দ্র থেকেই বিধায়ক হওয়ার জন্য প্রার্থী হোন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রীই আছেন উনি। আমার ইচ্ছা এখান থেকেই লড়ে ফের মুখ্যমন্ত্রী হোন মমতা বন্দ্যোপাধ্যায়ই। আর এরপর দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, সেটাই বিশ্বস্ত সৈনিকের মতো মাথা পেতে নেব। তবে বাংলাতেই থাকতে চাই।” এতএব চিত্রটা কার্যত স্পষ্ট। দলের বিশ্বস্ত সৈনিকের মতোই রানীর জন্য আত্মত্যাগ করলেন তিনি। 
{ads}

Sobhandeb Chattopadhyay Mamata Banerjee MLA Resignation Bhabanipur TMC Politics West Bengal India রাজনীতি সংবাদ শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated :