header banner

বীরভূমে দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই বাস, মৃত ১, আহত ৪

article banner

জয়ন্ত দাস, বীরভূম:  সবথেকে আনন্দের দিনে নেমে এলো দুঃখের ছায়া। দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই বাস, মৃতের সংখ্যা ১।রবিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে গোপালনগরের কাছে। দুর্ঘটনার জেরে বাসে থাকা সকলেই কমবেশি আহত হয়েছেন। অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় বাস চালানোর জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 

{link}

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বরযাত্রীদের নিয়ে  বোলপুর থেকে পান্ডবেশ্বরের দিকে আসছিল এই  বরযাত্রী বোঝাই বাসটি।বোলপুর থেকে কয়েক কিলোমিটার দূরে গোপালনগরের কাছে রাস্তার পাশে থাকা একটি  গাছে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়  একজনের। দুর্ঘটনার জেরে বাসে উপস্থিত সকলেই কমবেশি আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটার পর বাসচালকটি পালিয়ে যান।অনুমান করা হচ্ছে বাসচালকটি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেই এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।এছাড়াও যাত্রীদের অনুমান, বাসচালকটি নতুন ছিলেন। এর আগে তার এমন বাস চালানোর অভিজ্ঞতা হয়ত ছিল না। 

{link}

ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।বাসচালকটির খোঁজ এখনও পাওয়া যায়নি।পুলিশ পলাতক বাসচালকটিকে খোঁজার জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে।পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।  
{ads}

News Bus accident Death Accidental news Birbhum Bolpur West Bengal India সংবাদ বীরভূম

Last Updated :