header banner

গোরু পাচার মামলায় অনুব্রত-কন্যাকে নোটিশ দিল সিবিআই

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: আপাতত দীপাবলি পর্যন্ত জেল হাজতেই থাকতে হবে বীরভূমের নেতা অনুব্রত মন্ডলকে। এদিকে গোরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও নোটিশ দিল সিবিআই। অনুব্রতর একাধিক ব্যবসা, রাইস মিল এবং ট্রাস্টে সুকন্যার নাম রয়েছে। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই এমনটাই সূত্রের খবর।

{link} 

গোরু পাচার মামলা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তোলপাড়। সেই মামলা সংক্রান্ত বিষয় নিয়ে জেল হেফাজতে রয়েছে তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল, জমি, বাগান বাড়ি, পুকুর, ট্রাস্ট, কোম্পানি সহ সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা। সেই সমস্ত সম্পত্তি, মিল, কোম্পানিতে নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলেরও।  ইতিমধ্যেই গোরু পাচার মামলায় বোলপুরে এসে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী থেকে শুরু করে কাউন্সিল, নেতা, রেজিস্ট্রি অফিসের আধিকারিক, ব্যাঙ্ক আধিকারিক, রাইস মিলের ম্যানেজার-কর্মীদের জেরা করেছে সিবিআই। তাই এবার জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও নোটিশ দিল সিবিআই।

{link}

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি ও অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। শান্তিনিকেতনে রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও ২ বার বোলপুরের বাড়িতে গিয়ে সুকন্যাকে জেরা করেছেন গোয়েন্দারা। তবে এখনও বেশ কিছু বিষয় ধোঁয়াশার মধ্যে রয়েছে। তাই আবারও তাকে জেরা করতে চায় সিবিআই।

{ads}
 

News Politics TMC Anubrata Mondal Sukanya Mondal Cow smuggling CBI ED Birbhum West Bengal India সুকন্যা মন্ডল বীরভূম সংবাদ

Last Updated :