header banner

সদ্যজাত শিশু উধাও দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে, তদন্তে পুলিশ

article banner


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ দুপুরের খাবার খেয়ে ছেলেকে বিছানায় রেখে বাসন নামাতে বাইরে গিয়েছিলেন মা। ফিরে আসতেই চক্ষু চড়কগাছ। ক্ষণিকের মধ্যে উধাও তার সদ্যজাত শিশু। এমনই আশ্চর্য ঘটনা ঘটলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দিনে দুপুরে একটি জলজ্যান্ত শিশু উধাও হয়ে যাওয়ায় হতবাক শিশুর মা থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।

{link} 

সোমবার সকালে পান্ডবেশ্বরের গোসাঁইডাঙা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভাদু সিং নামে এক মহিলা। অভিযোগ, সেই সময় এক মহিলা তাকে সাহায্য করার অছিলায়  হুইল চেয়ারে ঠেলে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে যেতে চায়। এরপর তাকে প্রসূতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাবারের বাসন নামাতে বাইরে গিয়েছিলেন ঐ মহিলা। এরই মধ্যে ঘটে যায় চুরির ঘটনা। মহিলার অভিযোগ, নিজে থেকে সাহায্য করতে আসা ঐ মহিলাই তার শিশুকে চুরি করেছেন। চুরির খবর চাউর হতেই নিউ টাউনশীপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।

{link}

পুরো ঘটনাটি পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হাজারো নিরাপত্তার বেড়া জাল টপকে খোদ সরকারি হাসপাতাল থেকে সদ্যঃজাত শিশু সন্তান চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে প্রসূতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাদের পরিজনরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল, এই ঘটনার জন্য গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছেন। পুলিশ হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে।

{ads}
 

News Child disappear in hospital Durgapur Sub District Hospital West Burdwan West Bengal India পশ্চিম বর্ধমান সংবাদ

Last Updated :