header banner

সমবায় সমিতির নির্বাচনে উত্তপ্ত মারিশদা, ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুরের মারিশদা। বিজেপির বুথ ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার হার্মাদ বাহিনীর বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়।

{link}

এই ঘটনায় বিরোধী দল বিজেপির পক্ষ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গত রবিবার মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরেই ছিল ঘটনার সূত্রপাত। সমিতিতে মোট ৪১ টি আসন রয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ৪১ টি আসনেই প্রার্থী দেন। বিরোধী দল বিজেপি ও সিপিএম মিলে মোট ৪১ টি আসনে প্রার্থী দেন। নির্বাচনের শুরুতে বিজেপির অস্থায়ী ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে  শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুথ ভাঙচুর ও বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এরপর স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মারিশদা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

{link} 

কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন " তৃণমূলের হার্মাদ বাহিনী হামলা চালিয়েছে। সন্ত্রাস করে ভোট প্রক্রিয়া বানচাল করা এমনই চক্রান্ত তাদের। বুথ থেকে নবান্ন পর্যন্ত এমন ভাবেই চালাচ্ছে শাসক দলের কর্মীরা। সবাইকে লুট করে শেষ করার জন্য এমনই চক্রান্ত। মানুষ এদের পাশে নেই। সন্ত্রাস করে ভোটে জেতার চেষ্টা করছে। পুলিশ এদের সবরকম সহযোগিতা করছে”। কাঁথি ৩ ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌরীশঙ্কর মিশ্র বলেন " এই ধরনের অভিযোগের ভিত্তিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণ উপায়ে ভোট হচ্ছে। বিজেপিকে মারধরের অভিযোগ পুরোপুরি মিথ্যা। এইসব করে প্রচারে আসার চেষ্টা করছে তাঁরা "।মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু বলেন " পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বচসার জেরে উত্তেজনা ছড়িয়ে ছিল। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে"।

{ads}
 

News Politics TMC BJP Marishda East Medinipur West Bengal India তৃণমূল বিজেপি মারিশদা সংবাদ

Last Updated :