header banner

দুই রাজ্যের সমন্বয়, সুবিধা পাবে পর্যটকরা

article banner

নিজস্ব সংবাদদাতা, সিকিমঃ পর্যটকদের জন্য সুখবর। এবার থেকে গাড়ি করে সিকিম ঘুরতে গেলে সরাসরি নামা যাবে একদম হোটেলে। তবে পর্যটনকেন্দ্রে যেতে চাইলে স্থানীয় গাড়ি ভাড়া নিতে হবে। মঙ্গলবার এবিষয়ে চুক্তি স্বাক্ষর হলো রাজ্য সরকার ও সিকিম সরকারের মধ্যে। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সিকিমের পরিবহন মন্ত্রী সঞ্জিত খারেল। 

{link}

দুই রাজ্যের গাড়ি চলাচল নিয়ে বরাবরই একটা সমস্যা ছিল। সিকিম কোনওভাবেই পশ্চিমবঙ্গের গাড়ি তাদের রাজ্যে ঢুকতে দিত না। এতে পর্যটকদের হেনস্থা হতে হত৷ কারণ তাদের সিকিম সীমান্তে নেমে আবার ওই রাজ্যের গাড়ি নিয়ে হোটেল পৌঁছাতে হত। অবশেষে দুই রাজ্য চুক্তি স্বাক্ষর করে চুড়ান্ত সিদ্ধান্ত নিলো যে, এখন থেকে কোনো রাজ্য গাড়ি পাকড়াও করা হবে না। পর্যটকরা গাড়ি নিয়ে হোটেল পর্যন্ত যেতে পারবেন। পাশাপাশি এদিন বিভিন্ন রুটে গাড়ির সংখ্যাও বাড়ানো হয়েছে। শিলিগুড়ি-গ্যাংটক রুটে আগে সরকারি বাস ছিলো ২৫টি, তা বাড়িয়ে এখন ৩০টি করা হয়েছে। আবার গ্যাংটক থেকে শিলিগুড়ি ৪৫টি বাস চলত, তা বাড়িয়ে ৫০টি করা হয়েছে। এছাড়া শিলিগুড়ি-নামচি রুটে আগে ৩টি বাস চলত তা বাড়িয়ে এখন ৪টি করা হয়েছে। আবার গ্যাংটক থেকেও ৩টি বাস ছিলো তা বাড়িয়ে ৫টি করা হয়েছে। এর বাইরে শিলিগুড়ি- নামচি একটি নতুন রুট চালু করা হয়েছে। ওই রুটে যথাক্রমে শিলিগুড়ি থেকে যাবে ২টো বাস ও নামচি থেকে আসবে ৩টে বাস। ফিরহাদ হাকিম বলেন, "এই চুক্তিতে পর্যটনে আরও জোয়ার আসবে। আবার সিকিমের পরিবহন মন্ত্রী বলেন, "এটা ঐতিহাসিক দিন দুই রাজ্যের জন্য। এই চুক্তি দুই রাজ্যের সম্পর্ককে আরও দৃঢ় করবে।"

{link}

এছারাও দীর্ঘদিনের দাবি মেনে কোচবিহারের সিতাই থেকে গ্যাংটক পর্যন্ত বাস চালু করা হলো। এই রুটে পশ্চিমবঙ্গ থেকে চলবে ২টো বাস ও সিকিম থেকে চলবে ১টি বাস। এমনকি ট্যাক্সির সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছিলো ২হাজার ৫০০ এখন করা হলো ৩ হাজার। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "দুই রাজ্য গাড়ি ঢোকার জন্য কোনও কর নেওয়া হবে ন। আর এই চুক্তিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।" অন্যদিকে সিকিমের পরিবহন মন্ত্রী সঞ্জিত খারেল বলেন, "বহুদিনের সমস্যা মিটে যাওয়ায় সুবিধা হলো। এই উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।"
{ads}

News State government Sikkim West Bengal India সংবাদ সিকিম

Last Updated :