header banner

উত্তর ২৪ পরগানার কামারহাটি পৌরসভার কো-অপারেটিভ নির্বাচনে গন্ডগোল

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগানা: আজ কামারহাটি পৌরসভার কো-অপারেটিভ নির্বাচন। সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল গেটের ভেতরে ও বাইরে। পুলিশ মোতায়েন রয়েছে। ভোট শুরুর আগেই ভেতরে শুরু হয়েছিল গন্ডগোল। সেই ছবি তুলতে গেলেই আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যম কে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং গন্ডগোলের ভিডিও ডিলিট করে দেওয়া হয় । তাদের মারধর করা হয় এবং বাইরে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। এরপরই পুলিশ তৎপর হয়, বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ও র্যা ফ ঘটনাস্থলে মোতায়েন হয়। এবং পুলিশ আসার পর প্রায় ৩০ মিনিট পর সেই ফোন ফেরত দেওয়া হয়। 
{link}
স্থানীয় এক রাজনৈতিক নেতা বলেন, “আমি বাড়িতেই ছিলাম, সকাল থেকে শুনছি যে জারা ভোট দিতে এসেছে তাদেরকে আটকানো এবং মারধর হচ্ছে। আমি তারপর অনেকবার সিটি পুলিশ কমিশনারকে ফোন করেছি কিন্তু তারা আসেননি।“ পরিস্থিতি নিয়ন্ত্রন করা যাচ্ছে না দেখে তিনি নিজেই যান সেখানে যাতে যারা আটকে ছিল তাদের উদ্ধার করতে পারেন। অন্তত ১৭-১৮ জন আক্রান্ত হয়েছেন এই ঘটনায়। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে সামান্য পৌরসভার কো-অপারেটিভ নির্বাচনে যদি এই ছবি হয়, তাহলে সেটা চিন্তার বিষয়। 
{ads}

North 24 parganas West Bengal Election Crime News সংবাদ

Last Updated :