header banner

পোস্টার ঘিরে বিতর্ক দুবরাজপুরে, অস্বস্তিতে শাসক দল

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: আবারও পোস্টার ঘিরে বিতর্ক। বীরভূমের দুবরাজপুরে শাসকদলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে এলাকায় ছড়িয়ে পড়ে একাধিক পোস্টার। ওই পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দের নাম দিয়ে তাদের বিলাশ বহুল বাড়ি সহ সম্পত্তির হিসাব দিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে নানা স্লোগানও ব্যবহার করা হয়েছে। বারংবার বিভিন্ন জেলায় শাসক দলের নেতাদের বিরুদ্ধে পোস্টার ছড়িয়ে পড়ায় কার্যত অস্বস্তিতে শাসক দল।

{link}

যদিও তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জির দাবি ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ। এদিকে যশপুরের পাশাপাশি কান্তার, পছিয়ারা সহ একাধিক গ্রামে ওই পোষ্টার দেখা যায়। যদিও তা জানাজানি হওয়ার পরই পোষ্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। পোষ্টারে নাম থাকা পরিমল সৌ অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি তিনি ব্লক নেতৃত্বকে জানিয়েছেন। অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, তৃণমূল নেতাদের নামে যে পোষ্টার পড়েছে তা তাঁর জানার দরকার নেই কারা দিয়েছে। তবে এর জন্য তৃণমূল কংগ্রেসের নেতারাই দায়ী। তারা মানুষকে প্রতারণা করেছেন। মানুষ গরিব থেকে গিয়েছে আর নেতারা বড়োলোক হয়েছে। 

{link}

যদিও তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের মতে এই সমস্ত বিরোধী দলের চক্রান্ত। তারা জানাচ্ছেন যারা এই ধরনের পোস্টার লিখেছে তারাই বলতে পারবে আসল সত্যটা কি। তবে পোষ্টারের ভাষার ব্যবহার দেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

{ads}

News Controversy Politics Birbhum West Bengal India বিতর্ক রাজনীতি বীরভূম সংবাদ

Last Updated :