মানবিকতার এ এক অন্য ছবি। ডাক্তার ও নার্স কোভিড আক্রান্তদের মনোবল বাড়িয়ে তুলতে গিটার হাতে গেয়ে উঠেছেন ‘উই শ্যাল ওভারকাম’, উদ্দেশ্য এই এতো ভয়াবহ আতঙ্কের মাঝে একটু আনন্দের আবহ গড়ে তোলা। তারা কোভিড আক্রান্ত মুমূর্ষু। বিচ্ছিন্ন দ্বীপে নির্বাসনের মত কাচের ঘরের ঘেরাটোপে স্বজন-বান্ধবহীন হয়ে রোজ প্রতি মূহুর্তে পাঞ্জা কষছে মৃত্যুর সাথে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোভিড হাসপাতালের শতাধিক রোগীর নিয়মিত শুশ্রূষা, ঔষধ খাওয়ানো আর জটিল চিকিৎসা পদ্ধতির ফাকে ওদের মন কেমন কাটাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গিটার বাজিয়ে গান গেয়ে শোনালেন রোগীদের। সেই ভিডিওই এখন ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।
{link}
আজ বহরমপুর কোভিড হাসপাতালের সিস্টার, জুনিয়র ডাক্তারদের সাথে গলা মিলিয়ে গান গেয়েছেন হাসপাতাল সুপার ডঃ অমিয় কুমার বেরা, ডঃ মামুন কবীর, ডঃ অনির্বান দত্ত প্রমুখ। শুধু গানই নয় সম্প্রতি স্ক্যাভেঞ্জার, কোভিড ওয়ারিয়র্স রা ওয়ার্ডের ভেতরেই মজার অঙ্গভঙ্গি করে গানের তালে তালে নেচে তারা মনোরঞ্জন করছেন রোগীদের। ওষুধ পত্র, সুষম খাদ্য ও অক্সিজেন চালিয়ে রোগীর নিয়মিত শারিরিক পরিচর্যা ছাড়াও নাচে-গানে মানসিক শুশ্রূষা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকেরা, জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপার ডঃ এ কে বেরা। ডাক্তারের গলার 'উই শ্যাল ওভারকাম' খানিকটা যেন বাঁচার পথে এগিয়ে দিলো সংগ্রামীদের। এহেন উদ্যোগকে সত্যিই কুর্নিশ।
{ads}