সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনাঃ দিনমজুরের ভাগ্যের চাকা খুলে দিল ডিয়ার লটারি। এককোটি টাকা পুরস্কার পেয়ে খুশি হাজরা পরিবার। গঙ্গা সাগরের উত্তর হারাধনপুর যমুনাখালির বাসিন্দা ভোলানাথ হাজরা ডিয়ার লটারি কেটে পেল এক কোটি টাকা।
{link}
স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা এলাকার শ্বশুড়বাড়িতে ভোলানাথ তার স্ত্রী অর্চনা হাজরা সহ দুই ছেলে মেয়েকে নিয়ে থাকেন। পনের বছর আগে বিয়ে হয় তাদের। হতদরিদ্র হাজরা পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর দায়। পেশায় দিনমজুর ভোলানাথের ভাগ্যের চাকা ঘুরল ১২/০৪/২০২২ তারিখ রাত্রীতে টিকিট কাটার পর। টিকিটের ফল জানতে পারেন ১৩ তারিখে। প্রাকৃতিক দুর্যোগ সর্বশান্ত করে দিয়েছিল হাজরা পরিবারের। মাথা গোঁজার ঠাঁই টুকু জোগাড় করাও তার দায় হয়ে পড়েছিল। দারিদ্রতা ঘোচাতে কাজের তাগিদে তার পাড়ি দেবার কথা ছিল অন্ধ্রপ্রদেশে। কিন্তু এবার হয়ত তার ভিনদেশে পাড়ি দেবার কোন দরকার নেই। কারন লটারিতে জেতা এককোটি টাকা তার সব স্বপ্ন পূরন করবে।
{link}
ভোলানাথ বলেন, এবার আর দিনমজুর নয়, স্ত্রীর আশা ব্যবসা করার। অপেক্ষা শুধু হাতে টাকা পাওয়ার। লটারি জেতার খবর ছড়িয়ে পড়তেই মৌসুনি ক্যাম্পে হাজির হয় দম্পতি হাজরা পরিবার। পরে ফ্রেজারগঞ্জ থানার ওসি শুভেন্দু দাসের তত্ত্বাবধানে থাকেন দম্পতি ভোলানাথ ও অর্চনা। আপাতত স্বপ্ন পূরনের অপেক্ষায় হাজরা পরিবার। আর সেই স্বপ্ন পূরণের নেপথ্যে ডিয়ার লটারি।
{ads}