header banner

বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ বোলপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ একের পর এক রোগী মৃত্যুর ঘটনা বীরভূমে। আবারো বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বোলপুরে। এমনকি রোগীর মৃত্যুর পর সেই মৃতদেহ রোগীর পরিবারের সদস্যদের না জানিয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

{link}

রোগীর পরিবারের অভিযোগ, সুনি মারডি নামে ওই রোগীকে জরায়ুর অপারেশনের জন্য ভর্তি করা হয় শান্তিনিকেতন মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে অপারেশন করার পর তিনি সুস্থ ছিলেন বলে দাবী করেছেন রোগীর পরিবারের সদস্যরা। এরপর হঠাৎ ওই রোগীকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের সদস্যরা এই নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা জানান, ভয়ের কোন কারণ নেই সামান্য অসুবিধা রয়েছে তাই বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরেই তারা জানতে পারেন তাদের রোগী মারা গিয়েছেন।

{link}

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ওই রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করার সত্ত্বেও কেন তাদের কিছু না জানিয়েই রোগীকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়? প্রশ্ন উঠছে তাহলে কি সঠিক পরিকাঠামো নেই এই বেসরকারি হাসপাতালে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত রোগীর পরিবারের সদস্যরা সঠিক বিচারের দাবি তুলেছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ।

{ads}

News Death a patient Shantiniketan Medical Center Bolpur Super Speciality Hospital Birbhum West Bengal India বোল্পুর বীরভূম সংবাদ

Last Updated :