header banner

মদের বিষক্রিয়ার জেরে হাওড়ায় মৃত্যু ১০, আহত বেশ কয়েকজন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বর্ধমানের পর এবার হাওড়ায় মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া মালি পাঁচঘড়া থানার অন্তর্গত গজানন বস্তি এলাকায়। অভিযোগ, বিষ মদ খেয়েই প্রায় দশজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। একসঙ্গে এত লোকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

{link}

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের, মালি পাঁচঘরা থানার পিছনে রেল লাইনের ধারে নিয়মিত মদের ঠেক বসে। জানা যায়, এলাকার একটি বাড়িতে মদ তৈরী হয়। এলাকার মানুষের অভিযোগ, পুলিশ সব জেনেও কোন ব্যাবস্থা নেয়নি। থানায় বারংবার এ বিষয়ে অভিযোগ করার পরেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি বলেই জানিয়েছেন ওই বাড়ির মালিক। মৃত ব্যাক্তিদের পরিবারের অভিযোগ, বিষ মদ পান করেই মৃত্যু হয়েছে সকলের। লক্ষ্মণ সাউ নামে এক ব্যাক্তি মঙ্গলবার ওই মদের ঠেক থেকেই মদ খেয়ে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ তার ভাইয়ের। তিনি বলেন, বাড়ি ফেরার পরেই তার দাদার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর রাতারাতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি  হাসপাতালে চিকিৎসাধীন। 

{link}

এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই মদের দোকানে ভাঙচুর চালান। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। ওই এলাকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, খুবই দুঃখজনক ঘটনা। পুলিশের কোন ভুল থাকলে মমতা ব্যানার্জীর সরকার তাকেও কখনও ক্ষমা করেনি। পুলিশ এ বিষয়ে যথাযথ তদন্ত করছে। তবে মদের বিষক্রিয়ার কারণেই যে মৃত্যু হয়েছে তার এখনও প্রমাণ পাওয়া যায়নি। মৃতদের ময়নাতদন্তের পর নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল এমনটাই পুলিশ সূত্রে খবর।

{ads}          
 

News Death Due to alcohol poisoning Mali Panchghara police station Howrah West Bengal India মালি পাঁচঘরা হাওড়া সংবাদ

Last Updated :