header banner

মদ্যপানের কারণে মৃত পূর্ব বর্ধমানের দুই বাসিন্দা, অসুস্থ ৩

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ আনন্দ হুল্লোড়ে চলছিল মদ্যপান। কিন্তু সেই আনন্দই কাল হয়ে দাঁড়াল।মদ্যপানের কারণেই প্রাণ হারালেন ২ ব্যক্তি। অসুস্থ আরও ৩ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। এই মর্মান্তিক ঘটনাটির পরেই অভিযোগের আঙুল উঠছে মদের দোকানের বিরুদ্ধে। কিন্তু এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যায়।

{link} 

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাঁচ ব্যক্তি ওই এলাকার একটি মাঠে বসে মদ্যপান করছিলেন। রাত প্রায় ১২ টা নাগাদ সকলেই নিজের মতো বাড়ি চলে যান। এরপর গভীর রাতে এক এক করে পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, শেখ হালিম ও শেখ সুবরাতি নামে দুই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ভোরের দিকে মৃত্যু হয় দুজনেরই। ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে, বাকি তিন জনকে নিয়ে যাওয়া হয় বর্ধমানের একটি নার্সিং হোমে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

{link}

মৃত ও অসুস্থদের পরিবারের অভিযোগ, মদে বিষক্রিয়া হয়েছে। কারণ মৃত দুজন-সহ মোট পাঁচজন বৃহস্পতিবার রাতে একসঙ্গে মদ্যপান করেছিলেন। তারপরই একে একে অসুস্থ হয়ে পড়েন তাঁরা৷ হাসপাতাল সূত্রে জানা যায়, সকলের শরীরেই একই উপসর্গ দেখা দেয়। মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল মৃত্যুর কারণ। তবে কোন দোকান থেকে ওই মদ কেনা হয়েছিল সেটাই প্রশ্ন উঠছে পরিবার সহ স্থানীয়দের মধ্যে। পুলিশের প্রাথমিক অনুমান, মেয়াদ উত্তীর্ণ মদ সরবরাহ করেছে দোকানদার। যার জেরে এই ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পাশাপাশি মদের দোকানটি লাইসেন্স প্রাপ্ত কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

{ads} 
 

News Death due to alcohol Shocking incident Sarvamangala para East Burdwan West Bengal India পূর্ব বর্ধমান সংবাদ

Last Updated :