নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ ফের কুসংস্কারের জেরে মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার পর এবার উত্তর ২৪ পরগনাতেও সাপে কামড়ানোর পর ওঝার কাছে নিয়ে যাওয়ায় মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুষমা রায়।
{link}
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাগানে কলার মোচা কাটতে গিয়েছিলেন ওই গৃহবধূ। হঠাৎ পায়ে কোন কিছুতে কামড় দেওয়ায় চিৎকার করতে করে ওঠেন তিনি। এরপর পরিবারের লোকেরা তাকে পাশের গ্রামের ওঝার বাড়িতে নিয়ে যায়। ওঝার দেওয়া ওষুধ খেয়ে বাড়িতে ফিরতেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত বধূর মায়ের বক্তব্য, সাপে কামড়ানোর পর তাকে ওঝার বাড়ি নিয়ে গেলে তিনি চিকিৎসা করে বলেন প্রয়োজনে সুষমাকে তারা হাসপাতালে নিয়ে যেতে পারেন। কিন্তু বাড়িতে আনার পরেই তার মৃত্যু হয়। পায়ের সাপের কামড়ের দাগও রয়েছে বলে জানিয়েছেন তিনি। গ্রামীণ ওঝা মধু বাবু জানান, ওই মহিলাকে জল ঢোরা সাপ কামড়ে ছিল। ওই সাপের কোন বিষ থাকে না। তিনি ওষুধপত্র দিয়েছিলেন। তিনি তার বাড়ির লোককে এও বলেন, যদি মনে হয় তারা হাসপাতালে যেতে পারেন। ওই ওঝার অভিযোগ, ওনার শরীরে অন্য সমস্যা ছিল। তাই মৃত্যু হয়েছে।
{link}
বেশ কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনাতে সাপের কামড়ে মৃত্যু হয় একটি শিশুর। হাসপাতালে না গিয়ে ওই শিশুটির পরিবারও ওঝার কাছে গিয়েছিলেন। যার ফলে অকালে প্রাণ হারায় ওই শিশুটি। হাসপাতালের উপর ভরসা না রেখে গ্রামের কিছু মানুষ আজও ওঝা গুণিনের ওপর বিশ্বাস রাখেন। যার ফলে অকালেই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে একটার পর একটা প্রাণ। কিন্তু প্রশ্ন হল আর কতদিন মানুষ অন্ধের মত বিশ্বাস করবেন এই কুসংস্কার পন্থা? কবে ফিরবে চেতনা?
{ads}