header banner

ক্যানিং-এ প্রকাশ্যে গুলি, খুন তৃণমূল নেতা সহ ২ তৃণমূল কর্মী, তদন্তে পুলিশ

article banner

সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- দুষ্কৃতীদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মৃত তিন। মৃতদের নাম স্বপন মাঝি(৩৮), ভূতনাথ প্রমানিক(৩৩), ঝন্টু হালদার(৩৩)। এদের মধ্যে স্বপন মাঝি ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রি কচুয়া এলাকায়।

{link}

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে  ওই তিনজন ২১ জুলাই উপলক্ষে দলীয় কাজের জন্য  একটি মোটর সাইকেলে চেপে ধর্মতলা থেকে হেড়োভাঙ্গা আসছিলেন। সেই সময়ই বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালালে মোটর সাইকেল থেকে তারা ছিটকে পড়ে যায়। এরপর দুষ্কৃতীরা তাদের মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ তিনজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা  তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

{link}

এ বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন, ২১শে জুলাইয়ের মিটিং উপলক্ষ্যে স্বপন মাঝি ও আরও দুই তৃণমূল কর্মী বৃহস্পতিবার হেড়োভাঙ্গার পার্টি অফিসে যাচ্ছিলেন। ঠিক তখনই তাদের লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। বিধায়কের অভিযোগ, দুষ্কৃতীরা তাদের গলা কেটে নেওয়ার চেষ্টাও করেন। পুরো ঘটনাটিকে তিনি ধিক্কার জানিয়েছেন। তার অনুমান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কারা কি উদ্দ্যেশে এই কাজ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযানে নেমেছে বারুইপুর পুলিশ জেলার বড় কর্তারা।

{ads}

News Death Gopalpur area Kaning police station South 24 pargana West Bengal India সংবাদ মৃত্যু দক্ষিণ ২৪ পরগনা

Last Updated :